দুর্নীতি মামলায় ফের সাত বছরের দণ্ড নওয়াজের

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে আল আজিজিয়া স্টিল মিল দুর্নীতি মামলায় ৭ বছরের কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের আদালত।

সোমবার ইসলামাবাদে দেশটির অ্যাকাউন্টিবিলিটি আদালত নওয়াজে শরিফের বিরুদ্ধে এ রায় দেন।

সৌদি আরবে আল আজিজিয়া স্টিল মিলে নওয়াজের বিনিয়োগের উৎস দেখাতে ব্যর্থ হওয়াতেই সাজার এই রায় এসেছে বলে জানিয়েছে রয়টার্স।

তবে অভিযোগটি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে শুরু থেকেই দাবি করে আসছেন নওয়াজ শরিফ।

আদালত নওয়াজ শরিফকে আল আজিজিয়া স্টিল মিল দুর্নীতি মামলায় ৭ বছরের কারাদণ্ড এবং ফ্ল্যাগশিপ ইনভেস্টমেন্ট দুর্নীতি মামলায় খালাস করে দেন।

এর আগে লন্ডনে চারটি বিলাসবহুল বাড়ির মালিকানা নিয়ে দুর্নীতির অভিযোগে নওয়াজ শরিফকে দোষী সাব্যস্ত করে পাকিস্তানের অ্যাকাউন্টিবিলিটি আদালত। এই মামলায় আদালত নওয়াজকে ১০ বছর ও তার মেয়ে মরিয়মকে সাত বছরের কারাদণ্ড দিয়েছিল।

এর এক সপ্তাহের মাথায় নওয়াজ ও তার মেয়ে লন্ডন থেকে ফিরলে ১৩ জুলাই বিমানবন্দর থেকেই তাদের গ্রেপ্তার করে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো। তবে সেপ্টেম্বরে দেশটির হাই কোর্টে ওই দণ্ড স্থগিত হলে কারাগার থেকে মুক্তি পান নওয়াজ ও তার মেয়ে।

 

টাইমস/এএস/এইচইউ

Share this news on:

সর্বশেষ