সাধারণ মানুষের দুঃখ, রাজনীতিবিদদের পরিবারের বিলাসিতা

সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্তের জেরে তীব্র গণবিক্ষোভে অস্থিতিশীল হয়ে উঠেছে নেপাল। পরিস্থিতি এতটাই গুরুতর যে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন দেশটির কমিউনিস্ট প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সরকারের প্রায় সব মন্ত্রীই হয় দেশ ছেড়ে পালিয়েছেন, নয়তো আত্মগোপনে আছেন। বিক্ষুব্ধ জনতা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-মন্ত্রীদের বাড়িতে আগুন দিয়েছে, এমনকি জ্বালিয়ে দেওয়া হয়েছে সংসদ ভবনও।

পুলিশের দমন-পীড়নে এখন পর্যন্ত কমপক্ষে ৩১ জন নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। দেশে বর্তমানে কোনো কার্যকর সরকার নেই এবং সেনাবাহিনী কারফিউ জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে।

প্রাথমিকভাবে সোশ্যাল মিডিয়া বন্ধের সিদ্ধান্তকে বিক্ষোভের কারণ মনে করা হলেও, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মূল কারণ হলো রাজনৈতিক নেতাদের সীমাহীন দুর্নীতি ও সামাজিক বৈষম্য। তাই বিক্ষোভের সময় রাজনৈতিক নেতা ও তাদের পরিবারের সদস্যরা বারবার আক্রমণের শিকার হয়েছেন। বিশেষ করে নেপো কিডসদের বিলাসী জীবনযাত্রা জনগণের ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে। যখন সাধারণ নেপালিরা বেকারত্ব, মুদ্রাস্ফীতি ও দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে, তখন প্রভাবশালী নেতা-মন্ত্রীদের ছেলেমেয়েদের বিলাসবহুল জীবন এবং সামাজিক মাধ্যমে তার প্রদর্শন তরুণদের আরও বিক্ষুব্ধ করে তুলেছে।

টিকটক, ইনস্টাগ্রাম, রেডিট এবং এক্স-এর মতো সামাজিক যোগাযোগমাধ্যমে এই নেপো কিডসদের বিলাসবহুল গাড়ি, দামি ডিজাইনার পোশাক, বিদেশে ছুটি কাটানোর ছবি রীতিমতো ভাইরাল হয়। বিক্ষোভের আগে #PoliticiansNepoBabyNepal এবং #NepoBabies হ্যাশট্যাগগুলো লক্ষাধিক ভিউ পেয়েছে। এসব পোস্টে নেপো কিডদের বিলাসী জীবনের পাশাপাশি সাধারণ নেপালিদের দুর্দশার ছবিও পোস্ট করা হয়।

পরিচিত কয়েকজন নেপো কিডস

শৃঙ্খলা খাতিওয়াড়া: প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বিরোধ খাতিওয়াড়ার ২৯ বছর বয়সী এই মেয়ে, যিনি একসময় মিস নেপাল ছিলেন, বিক্ষোভকারীদের কাছে বিশেষ সুবিধাভোগী অভিজাতদের প্রতীক হয়ে উঠেছিলেন। তার বিদেশ ভ্রমণ ও বিলাসবহুল জীবনযাত্রার ছবি ভাইরাল হলে প্রতিবাদকারীরা তার বাবার বাড়িতে আগুন দেয়।

জানা গেছে, ঘটনার পর থেকে তিনি ইনস্টাগ্রামে ১ লাখেরও বেশি অনুসারী হারিয়েছেন।



শিবানা শ্রেষ্ঠা: জনপ্রিয় গায়িকা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার পুত্রবধূ শিবানা প্রায়ই তার বিলাসবহুল বাড়ি ও দামি ফ্যাশনের ভিডিও পোস্ট করেন। তিনি ও তার স্বামী জয়বীর সিং দেউবাও অনলাইনে আক্রমণের শিকার হন এবং কোটি কোটি টাকার সম্পদের মালিক হিসেবে তাদের ছবি ছড়িয়ে দেওয়া হয়।

স্মিতা দহল: সাধারণ মানুষ যখন চাকরির জন্য লড়ছেন, তখন প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্প কমল দহলের (প্রচণ্ড) নাতনি স্মিতা দহল সামাজিক মাধ্যমে লক্ষাধিক টাকার হ্যান্ডব্যাগের ছবি পোস্ট করে সমালোচিত হন। প্রতিবাদীরা প্রচন্ডর বাড়িতেও হামলা চালিয়েছে।

সৌগত থাপা: আইনমন্ত্রী বিন্দু কুমার থাপার ছেলে সৌগতও তার বিলাসবহুল জীবনযাত্রা ও অনলাইন প্রদর্শনের জন্য চিহ্নিত হয়েছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, সাধারণ মানুষ যেখানে দারিদ্র্যে মারা যাচ্ছে, সেখানে এই নেপো কিডসরা লক্ষ লক্ষ টাকার পোশাক পরছে।

দুর্নীতির পাহাড় এবং ভবিষ্যতের অনিশ্চয়তা

সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এক সমীক্ষায় বলা হয়েছে, নেপাল ধারাবাহিকভাবে এশিয়ার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম।

নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে পোখরা আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে ৭১ মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ আনা হয়। ভুটান থেকে বাস্তুচ্যুত নেপালিদের জন্য নির্ধারিত শরণার্থী কোটা বিক্রির সঙ্গেও রাজনীতিবিদদের জড়িত থাকার অভিযোগ সামনে এসেছে। বিশ্লেষকদের মতে, এসব দুর্নীতি ও স্বজনপ্রীতির ঘটনাই নেপালকে বর্তমান পরিস্থিতিতে ঠেলে দিয়েছে।

আন্দোলনকারীরা এখন সংবিধান সংশোধনের দাবি জানাচ্ছে এবং কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দলকেই আর বিশ্বাস করতে পারছে না। সব মিলিয়ে, এভারেস্টের দেশটি এক অনিশ্চিত ভবিষ্যতের মুখে দাঁড়িয়ে আছে।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না এই ধারণা ভুল প্রমাণিত হয়েছে: ফুয়াদ Sep 12, 2025
‘রান্নার গিনিপিগ’ পারসা ইভানা, বললেন খেয়েছি অনেক, কিন্তু ওজন ঠিকই আছে! Sep 12, 2025
img
দেশের ভবিষ্যৎ গঠনে প্রবাসীদের সরাসরি অংশগ্রহণের সুযোগ থাকা উচিত : সিইসি Sep 12, 2025
শেষ রাউন্ডে স্বপ্নভাঙা, বিশ্বকাপে না উঠেই বরখাস্ত দুই কোচ Sep 12, 2025
ছক্কার মুকুটে নতুন নাম, লিটন দাস! Sep 12, 2025
img
জন্মদিন এলেই মৃত্যুর কথা মনে পড়ে : কনকচাঁপা Sep 12, 2025
img
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৪৫ Sep 12, 2025
img

ভারতের সাবেক রাষ্ট্রদূত

জামায়াত যদি ক্ষমতায় আসে তাহলে ভারতকে চিন্তিত হতে হবে Sep 12, 2025
img
জাকসু নির্বাচনের ফল আজই প্রকাশের আলটিমেটাম শিবির সমর্থিত প্যানেলের Sep 12, 2025
img

রিটার্নিং কর্মকর্তার শঙ্কা

এভাবে গুনলে জাকসু নির্বাচনের ফল ৩ দিনেও প্রকাশ করা সম্ভব না Sep 12, 2025
img
ডাকসুর ফল রাজনীতির নির্বাচনী গ্রামার হিসেবে আমাদের হাতে তুলে দিয়েছে: ব্যারিস্টার ফুয়াদ Sep 12, 2025
img
মিরপুর থেকে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার Sep 12, 2025
img
বিশ্বকাপের টিকিট পেতে ২৪ ঘণ্টায় আবেদন দেড় মিলিয়ন! Sep 12, 2025
img
নারী খেলোয়াড়দের খেলা বিশ্বমঞ্চে পৌঁছে দেবে সৌদি আরব Sep 12, 2025
img
চার্লি কার্ককে মরণোত্তর প্রেসিডেনশিয়াল মেডেল অফ ফ্রিডম দিচ্ছেন ট্রাম্প Sep 12, 2025
img
জাকসু নির্বাচনে অব্যপস্থাপনার নেপথ্যে বিএনপিপন্থী শিক্ষকদের গ্রুপিং Sep 12, 2025
img
ম্যাচ উইনার বিবেচনায় বাংলাদেশের চেয়ে আফগানিস্তানকে এগিয়ে রাখছেন শেহজাদ Sep 12, 2025
img
২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮০৯ Sep 12, 2025
img
হৃদয়স্পর্শী প্রেমের গল্প নিয়ে আসছে "আবীর গুলাল" Sep 12, 2025
img
সরকারবিরোধী আন্দোলনে সমর্থন দেওয়ায় দেশ ছাড়তে হলো জোকোভিচকে Sep 12, 2025