জামায়াতে ইসলামীর হাতে একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ের রক্ত লেগে আছে উল্লেখ করে বাংলাদেশে হাইকমিশনারের দায়িত্ব পালন করে যাওয়া ভারতের সাবেক পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, ক্ষমতায় এসে কেউ ভারতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করলে তা নিয়ে ভারতকে চিন্তিত হতে হবে। আসন্ন নির্বাচনে জামায়াত বেশ ভালো ফল করতে পারে বলেও মন্তব্য করেন হর্ষ। গত বৃহস্পতিবার নয়াদিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত ‘আমরা কি বাংলাদেশের নির্বাচনের জন্য প্রস্তুত?’ শীর্ষক এক আলোচনায় তিনি এ কথা বলেন। গতকাল শুক্রবার পিটিআইয়ের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে সে দেশের বিভিন্ন সংবাদমাধ্যম।
প্রতিবেশী দেশে ‘হস্তক্ষেপ নয়’ নীতিকে ভারত সম্মান করে দাবি করে শ্রিংলা বলেন, ভারত বাংলাদেশসহ তার প্রতিবেশীদের সঙ্গে সহযোগিতামূলকভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, ‘এই চিতাবাঘ (জামায়াত) তার দাগ বদলাবে না। (বাংলাদেশে) যারাই ক্ষমতায় আসবে আমরা তাদের সঙ্গে কাজ করব। কিন্তু ক্ষমতায় এসে যদি কেউ আপনার স্বার্থের বিরুদ্ধে কাজ করে তাহলে এ নিয়ে আপনাকে চিন্তিত হতে হবে। শ্রিংলা বলেন, তাদের (জামায়াত) হাতে রক্ত লেগে আছে এবং তারা মুসলিম ব্রাদারহুডেরও একটি অংশ। বাংলাদেশ, মিসর, পাকিস্তান এবং বিশ্বের বিভিন্ন স্থানে বিদ্যমান একই মুসলিম ব্রাদারহুড। জামায়াত বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর ‘সহায়ক বাহিনী’ হিসেবে ভূমিকা রেখেছিল বলেও উল্লেখ করেন শ্রিংলা।
৬৩ বছর বয়সী হর্ষ বর্ধন কোনো প্রমাণ ছাড়া দাবি করেছেন, বাংলাদেশ-ভারত সীমান্তে পাকিস্তনি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের তৎপরতা বেড়েছে।
ইউটি/টিএ