ক্রিয়েটিভ আর্টস এমি অ্যাওয়ার্ডস ২০২৫-এ আবারও বাজিমাত করলেন সুরকার থিওডর শ্যাপিরো। জনপ্রিয় সিরিজ সেভারেন্স-এর জন্য তিনি জিতেছেন সেরা নাটকীয় সিরিজের সংগীত রচনা বিভাগে মর্যাদাপূর্ণ এমি পুরস্কার। এর আগে ২০২২ সালেও একই সিরিজের জন্য একই বিভাগে পুরস্কার পেয়েছিলেন তিনি। এ নিয়ে শ্যাপিরোর ঝুলিতে যুক্ত হলো দ্বিতীয় এমি।
গত সপ্তাহান্তে অনুষ্ঠিত এই আয়োজনে থিওডর শ্যাপিরোকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয়। একই বিভাগে মনোনীত ছিলেন ব্র্যান্ডন রবার্টস (অ্যান্ডর), শেরি চুং (বেসড অন এ ট্রু স্টোরি), লিও বিরেনবার্গ ও জ্যাক রবিনসন (কোবরা কাই), আন্তোনিও সানচেজ (দ্য স্টুডিও) এবং ক্রিস্টোবাল টাপিয়া দে ভেয়ার (দ্য হোয়াইট লোটাস)। শেষ পর্যন্ত সবার মধ্যে নিজস্ব সৃজনশীলতার জোরে সেরা হিসেবে স্বীকৃতি পেলেন শ্যাপিরো।
এদিকে সীমিত বা অ্যান্থলজি সিরিজ, চলচ্চিত্র কিংবা বিশেষ অনুষ্ঠানের জন্য সেরা নাটকীয় সংগীত রচনার পুরস্কার গেছে মিক জিয়াকিনোর হাতে, দ্য পেঙ্গুইন–এর জন্য। অন্যদিকে সেরা মৌলিক সংগীত ও গানের বিভাগে জয় পেয়েছেন ক্রিস্টোফার লেনার্টজ, জনপ্রিয় সিরিজ দ্য বয়েজ-এর গান লেটস পুট দ্য ক্রাইস্ট ব্যাক ইন ক্রিসমাস-এর জন্য।
এ বছর এমি অ্যাওয়ার্ডসে সংগীত বিভাগে মনোনীতদের তালিকা ছিল বৈচিত্র্যময়। সেই তালিকায় ছিলেন কেন্ড্রিক লামার, বিয়ন্সে, জে-জি, কামাসি ওয়াশিংটন, ক্যারোলিন শ, হ্যামিল্টন লেইথাউসার, মার্ক রনসন, হ্যান্স জিমার, ডেভো ব্যান্ডের সহ-প্রতিষ্ঠাতা মার্ক মাদারসবো এবং দ্য রুটস ব্যান্ডের আহমির “কোয়েস্টলাভ” থম্পসন।
এর মধ্যে বিশেষভাবে আলোচনায় ছিলেন কেন্ড্রিক লামার। এবারে তিনি নিজের ঝুলিতে তুলেছেন দ্বিতীয় এমি। তিনি সম্মানিত হয়েছেন সুপার বোল এলআইএক্স-এর হাফটাইম শো’তে সংগীত পরিচালনার জন্য। সাতটি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করা এই শো-এর সাফল্যে সংগীত জগতে আবারও নতুন মাত্রা যোগ হলো।
শ্যাপিরোর এই জয় প্রমাণ করছে, ধারাবাহিক সৃজনশীলতা ও শক্তিশালী সংগীত বিন্যাসের মাধ্যমে টেলিভিশনের মতো মাধ্যমেও বিশ্বমানের সংগীত রচনা সম্ভব। সেভারেন্স-এর সংগীতই এখন সেই শক্তির নতুন উদাহরণ।
টিকে/