শ্রদ্ধা কাপুরের অভিনয় ক্যারিয়ারে আসছে নতুন মোড়। পরিচালক লক্ষ্মণ উটেকারের পরবর্তী সিনেমায় দেখা যাবে তাঁকে এক ঐতিহাসিক চরিত্রে। মহারাষ্ট্রীয় সংস্কৃতিকে ঘিরে নির্মিত এই পিরিয়ড ড্রামার নাম শোনা যাচ্ছে ‘আইটিএ’। বলিউডে ঐতিহাসিক প্রেক্ষাপটের বড় মাপের ছবিতে এবারই প্রথম প্রধান চরিত্রে হাজির হচ্ছেন শ্রদ্ধা।
‘স্ত্রী ২’-এর পর পূর্ণাঙ্গ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ছবির চরিত্র ফুটিয়ে তুলতে শ্রদ্ধা বিশেষ প্রশিক্ষণ নেবেন বলে জানা গেছে। নাচসহ শারীরিক প্রস্তুতির জন্য ইতিমধ্যেই ওয়ার্কশপ শুরু করার পরিকল্পনা চলছে। ছবিটি প্রযোজনা করছেন দীনেশ ভিজান। নভেম্বর ২০২৫-এ শুটিং শুরু হয়ে ২০২৬ সালের শেষের দিকে মুক্তির সম্ভাবনা রয়েছে।
লক্ষ্মণ উটেকার এর আগে ‘ছাভা’ সিনেমার মাধ্যমে মরাঠা ঐতিহ্যকে বড়পর্দায় তুলে ধরেছিলেন। সেই ধারাবাহিকতায় এবারও হিন্দি ও মারাঠি সিনেমার প্রতিভাকে একসঙ্গে নিয়ে আসছেন তিনি। ফলে শুরু থেকেই সিনেমাটি ঘিরে প্রত্যাশা আকাশছোঁয়া।
শ্রদ্ধা কাপুরের ভক্তরা মনে করছেন, এই সিনেমার মাধ্যমে তিনি ঐতিহাসিক চরিত্রে নতুন এক পরিচয় গড়বেন। পাশাপাশি তিনি উদ্যোক্তা হিসেবেও ব্যস্ত আছেন নিজের ব্র্যান্ড ‘পালমোনাস’ নিয়ে। সামনে ‘স্ত্রী ৩’-এর কাজও তাঁর হাতে রয়েছে। সব মিলিয়ে বলিউডে শ্রদ্ধার ফেরার গল্প যেন আরও সমৃদ্ধ হচ্ছে।
এমকে/এসএন