বাগেরহাটের শরণখোলার বলেশ্বর নদে ধরা পড়েছে ১৫ কেজির এক কোরাল মাছ। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আ. খালেক নামের এক জেলের জালে ধরা পড়ে মাছটি।
এদিন বিকেলে এক হাজার টাকা কেজি দরে ১৫ হাজার টাকায় মাছটি কিনে নেন মোরেলগঞ্জ উপজেলার সন্ন্যাসী বাজারের কামাল তালুকদার নামের এক মাছ ব্যবসায়ী।
সন্ন্যাসী বাজারের মাছ ব্যবসায়ী কামাল তালুকদার জানান, কোরাল মাছটি ধরার পরে শরণখোলার তাফালবাড়ী এলাকার মাছ ব্যবসায়ী মুকুল খানের আড়তে ওঠানো হয়।
পরে ওই আড়তদার মোবাইল ফোনে তাকে মাছের খবর জানান। পরে বিকেলে গিয়ে এক হাজার ৫০ টাকা কেজি দরে মাছটি ক্রয় করেন। এদিন সন্ধ্যায় মাছটি সন্ন্যাসী বাজারে ওঠানোর পর ১২০০ টাকা কেজি দরে ১৮ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
এ ব্যাপারে পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. খলিলুর রহমান জানান, তিন মাস মাছ ধরা বন্ধ থাকায় সুন্দরবনের নদ-নদী ছিল মাছের অভয়াশ্রম।
তিন মাসে মাছগুলো আরো রিষ্টপুষ্ট হওয়ার সুযোগ পেয়েছে। সুন্দরবন থেকে এসব বিশাল বিশাল কোরাল, পাঙ্গাশসহ বিভিন্ন প্রজাতির মাছ বলেশ্বর ও ভোলা নদীতে গিয়ে জেলেদের জালে ধরা পড়ছে। তাতে জেলেরাও লাভবান হচ্ছেন।
এমকে/এসএন