দক্ষিণী তারকা বিজয় দেবরাকোন্ডা আসছেন নতুন চমক নিয়ে। এবার তার প্রতিদ্বন্দ্বী হচ্ছেন হলিউড অভিনেতা আর্নল্ড ভসলু, যিনি ‘দ্য মামি’ সিরিজের ভয়ঙ্কর খলনায়ক চরিত্রে বিশ্বজোড়া খ্যাতি পেয়েছেন। টলিউডে এটাই ভসলুর প্রথম কাজ।
‘ট্যাক্সিওয়ালা’ খ্যাত পরিচালক রাহুল সঙ্কৃত্যায়নের পরিচালনায় নির্মিত হচ্ছে ছবিটি। এতে বিজয়ের বিপরীতে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। দীর্ঘদিন পর এই জুটি আবারও পর্দায় ফিরছে, যা দর্শকের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।
সিনেমার কাহিনি সাজানো হয়েছে ১৮৫৪ থেকে ১৮৭৮ সালের প্রেক্ষাপটে। সেই সময়কার রাজকীয় আবহ তৈরি করতে হায়দরাবাদে বিশাল সেট নির্মাণ করা হয়েছে। সংগীতে থাকছেন জনপ্রিয় সুরকার যুগল অজয়-আতুল।
নির্মাতাদের দাবি, এটি হতে যাচ্ছে ভিন্ন মাত্রার অ্যাকশনধর্মী ছবি, যেখানে ভারতীয় ও আন্তর্জাতিক অভিনয়শিল্পীদের সমন্বয়ে এক অসাধারণ অভিজ্ঞতা পাবেন দর্শক। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবির খবর ঘিরে দারুণ উত্তেজনা ছড়িয়েছে। বিজয় দেবরাকোন্ডার ভক্তরা বলছেন, এবার হয়তো দক্ষিণী সিনেমা এক নতুন ইতিহাস গড়তে যাচ্ছে।
এসএন