মোহিত সুরির ‘সাইয়ারা’ ছবি দিয়ে বলিউডে অভিষেক ঘটেছে অনীত পাড্ডার। এরই মধ্যে ছবিটি ব্লকবাস্টারের তকমা পেয়েছে, সেই সঙ্গে অনীতের সাবলীল অভিনয় মন জয় করেছে দর্শকের। এ বছরের অন্যতম ব্যবসাসফল ছবি এবং অভিষেকেই বাজিমাত করা নায়িকার তালিকায় এখন অনীত পাড্ডার নাম সবার উপরের দিকেই।
২২ বছর বয়সী এই অভিনেত্রীকে এবার দ্বিতীয় ছবিতে দেখা যাবে।
‘ন্যায়’ নামের ছবিতে ন্যায়বিচারের জন্য লড়াই করা এক তরুণীর ভূমিকায় অভিনয় করবেন তিনি। ছবিতে আরো আছেন ফাতিমা সানা শেখ এবং অর্জুন মাথুর। পরিচালনা করছেন নিত্য মেহরা, যিনি ‘বারবার দেখো’ এবং ‘মেড ইন হেভেনের’ মতো ছবি নির্মাণ করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, চলতি বছরের জুলাইয়ে অভিষেকের পর বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন অনীত।
তবে এত দিন কোনোটিই চূড়ান্ত করেননি। ক্যারিয়ারের বিষয়ে তিনি বেশ সাবধানী এবং সাহসী সিদ্ধান্ত নিচ্ছেন বলেই মনে করছেন সমালোচকরা। দ্বিতীয় ছবি হিসেবে তিনি এমন একটি গল্প গ্রহণ করেছেন, যেখানে নিজেকে মেলে ধরতে পারবেন, সেই সঙ্গে নারীর ন্যায় প্রতিষ্ঠায়ও ভূমিকা পালন করবে।
এসএন