ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। প্রায়ই বিভিন্ন বিষয় ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। এ নিয়ে বিভিন্ন সময় কটাক্ষের শিকার হতে হয় তাকে। এমনকি অনেকেই তাকে খোঁচা দিয়ে কথা বলেন স্ট্যাটাসে প্রভা উল্লেখ করেছেন।
এ প্রসঙ্গে স্ট্যাটাসে প্রভা লিখেন, কেউ যখন হেসে হেসে খোঁচা মেরে কথা বলে, আমিও তার সাথে হাসি। আমার খারাপ লাগেনি তাকে বোঝাই। কিন্তু সত্যটা হচ্ছে খারাপ লাগে।
সেসব যন্ত্রণাদায়ক উল্লেখ করে এই অভিনেত্রী লিখেন, কেনো জানি যখন কেউ মজার ছলে এমন কিছু বলে ফেলে যেটা আমার জন্য যন্ত্রণাদায়ক, তখন মুখে হাসি থাকলেও বুকে শুরু হয়ে যায় ভাঙচুর ঝড়। খোঁচা দিয়ে কথা বলা মানুষেরা আসলে জানেই না তাদের ভিতরটা কত কুৎসিত।
এদিকে, প্রথমবারের মতো সিনেমায় কাজ করছেন প্রভা। একসঙ্গে দুটি সরকারি অনুদানের সিনেমায় কাজ করছেন তিনি৷ ঝুমুর আসমা জুঁইয়ের সরকারি অনুদানে নির্মিতব্য সিনেমার নাম ‘দুই পয়সার মানুষ’ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় ছোটগল্প ‘দেনা পাওনা’ অবলম্বনে একই নামে সিনেমা নির্মাণ করছেন পরিচালক সাদেক সিদ্দিকী। বর্তমানে সিনেমা দুটির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।
এবি/টিএ