বিনা অনুমতিতে বলিউড নির্মাতা-প্রযোজক করণ জোহরের নাম, ছবি ও কণ্ঠস্বর ব্যবহার করা যাবে না। সম্প্রতি এই বিষয়ে তিনি আদালতের দ্বারস্ত হয়েছিলেন। এবার সেই মামলায় স্বস্তির খবর! আদালতের নির্দেশ অনুযায়ী, এখন থেকে করণ জোহরের ‘ব্যক্তিগত অধিকার’ সুরক্ষিত থাকবে।
দিনকয়েক আগে অনুমতি ছাড়াই বিভিন্ন মাধ্যমে নাম ও ছবি ব্যবহার হচ্ছে বলে দিল্লি আদালতের দ্বারস্থ হয়েছিলেন পরিচালক। এবার আদালত তাঁর ব্যক্তিগত অধিকার সুরক্ষায় নির্দেশনা দিয়েছেন।
একইসঙ্গে গুগল, মেটা, এক্স’র মতো সামাজিক মাধ্যমকে করণকে নিয়ে আপত্তিকর যা কিছু পোস্ট করা হয়েছে, সেগুলো দ্রুত সরিয়ে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে।
আদালত জানিয়েছেন, তারকাদের ব্যক্তি অধিকার লঙ্ঘিত কিংবা ভাবমূর্তি নষ্ট হয়—এমন কোনো কাজই করা যাবে না। একইসঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি বিকৃত করাকেও অপরাধ বলে গণ্য করা হবে বলে জানানো হয়।
প্রসঙ্গত, বর্তমানে চলচ্চিত্রাঙ্গনের বহু তারকাকে নিয়েই সামাজিকমাধ্যমে ডিপফেক ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ছে। এমনকি কণ্ঠস্বরও নকল করে জুড়ে দেওয়া হচ্ছে! তাই পরবর্তীতে যেন কোনো বিপদ বা সমস্যায় পড়তে না হয়, সে কারণে আদালতের দ্বারস্থ হচ্ছেন তারকারা।
সম্প্রতি ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চনও দিল্লি উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আদালতের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয় যে, ভবিষ্যতে তাঁদের অনুমতি ছাড়া নাম কিংবা ছবি ব্যবহার করলে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।
সূত্র: ইন্ডিয়া টুডে
এসএন