আল্লু অর্জুন এবং পরিচালক অ্যাটলির বহু প্রতীক্ষিত নতুন ছবিকে ঘিরে এখন তুমুল উত্তেজনা। ‘পুষ্পা টু’-এর দুই হাজার কোটি রুপির ঐতিহাসিক সাফল্যের পর এবার আরও এক রেকর্ড গড়ল এই জুটি। ছবিটির ডিজিটাল স্বত্ব কিনে নিয়েছে নেটফ্লিক্স, আর সেই দাম ভেঙেছে সব পুরোনো রেকর্ড।
সান পিকচার্স প্রযোজিত এই ছবির বাজেট আটশ কোটি রুপি। নায়িকা হিসেবে থাকছেন দীপিকা পাড়ুকোন। আন্তর্জাতিক আবহে নির্মিত ছবিটিতে থাকছে আবুধাবির লিওয়া মরুভূমিতে চিত্তাকর্ষক অ্যাকশন দৃশ্য। সংগীত পরিচালনায় আছেন সাই অভ্যাঙ্কর, আর পোস্ট-প্রোডাকশনের কাজ হবে হলিউডে।
শিল্পী পারিশ্রমিকও চোখ কপালে তোলার মতো। অ্যালু অর্জুন পাচ্ছেন ১৭০ কোটি রুপি, আর পরিচালক অ্যাটলির পারিশ্রমিক ১০০ কোটি রুপি। ইতিমধ্যেই গুঞ্জন উঠেছে, ছবিটি দুই খণ্ডে মুক্তি পেতে পারে। এরই মধ্যে অ্যালু অর্জুন নিজের স্টাইলিশ লুকে পরিচয় করিয়ে দিয়েছেন একটি ইন্ট্রো গান দিয়ে।
প্রযোজনা সংস্থা জানিয়েছে, নেটফ্লিক্সের সঙ্গে চুক্তির ফলে বাজেটের অর্ধেক আগেই উঠে এসেছে। তাই শুরুতেই অর্ধেক বিনিয়োগ ফেরত আসায় প্রমাণ হলো, ছবিটির প্রতি দর্শক ও বাজারের প্রত্যাশা কতটা প্রবল। সব মিলিয়ে এটি হতে যাচ্ছে ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম বড় আয়োজন।
এসএন