২৮ বছর পর ফের একসঙ্গে আসছেন সানি দেওল আর অকশয়ে খন্না। ১৯৯৭ সালের কালজয়ী যুদ্ধভিত্তিক ছবি বর্ডার-এর পর এবার তারা ফিরছেন এক ঝকঝকে অ্যাকশন থ্রিলারে। ছবির নাম রাখা হয়েছে ইক্কা। প্রযোজনা করছে নেটফ্লিক্স, পরিচালনায় আছেন সিদ্ধার্থ পি. মালহোত্রা, যিনি এর আগে উই আর ফ্যামিলি, হিচকি আর মহারাজ বানিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন।
প্রথমে গুঞ্জন উঠেছিলো এই ছবিটি নাকি হলিউডের ডেথ সেনটেন্স–এর রিমেক। তবে সূত্র বলছে, ইক্কা পুরোপুরি নতুন গল্পের ওপর দাঁড়িয়ে। এখানে সানি দেওল থাকছেন এক অভিনব আর অপ্রচলিত চরিত্রে, আর অকশয়ে খন্নার সঙ্গে তার দ্বৈত নেতৃত্বে এগোবে কাহিনি।
শাহরুখ খানের আসন্ন কিং ছবির সঙ্গে নামের সাদৃশ্য নিয়েও বলিউডে বাড়তি কৌতূহল তৈরি হয়েছে। তবে যা-ই হোক, পুরনো দুই তারকার রসায়ন আর ধুন্ধুমার অ্যাকশন মিলিয়ে ইক্কা ইতিমধ্যেই অন্যতম আলোচিত ওটিটি প্রজেক্টে পরিণত হয়েছে।
সানি দেওল সম্প্রতি জাত ছবির সাফল্য পেয়েছেন, সামনে বর্ডার ২ আর লাহোর ১৯৪৭–এর মতো বড় কাজও অপেক্ষায়। অন্যদিকে পরিচালক সিদ্ধার্থ মালহোত্রা ইক্কা শেষ করেই নামবেন তার নতুন বায়োপিক কমল ঔর মীনাতে।
এসএন