হলিউডের আলোচিত তারকা সিডনি সুইনি এবার পা রাখতে পারেন বলিউডে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, তাকে নাকি প্রস্তাব দেওয়া হয়েছে আড়াই হাজার কোটি টাকারও বেশি বাজেটের এক বিশাল ছবিতে অভিনয়ের জন্য। অর্থমূল্যে হিসেব করলে, প্রস্তাবটি প্রায় ৫৩০ কোটি রুপি বা ৪৫ মিলিয়ন পাউন্ডের সমান।
বলিউডের ইতিহাসে এটিই হতে পারে অন্যতম ব্যয়বহুল প্রজেক্ট। কাহিনি ঘুরবে এক আমেরিকান তারকা আর এক ভারতীয় সেলিব্রিটির প্রেমকে ঘিরে। শুটিং পরিকল্পনা করা হয়েছে নিউ ইয়র্ক, প্যারিস, লন্ডন আর দুবাইয়ের মতো আন্তর্জাতিক লোকেশনে। শুরু হবে ২০২৬ সালের শুরুতে।
সিডনিকে শুধু অভিনয়ের জন্যই প্রস্তাব দেওয়া হয়েছে ৩৫ মিলিয়ন পাউন্ড। তার সঙ্গে আরও ১০ মিলিয়ন পাউন্ডের স্পনসরশিপ সুবিধা থাকছে চুক্তিতে। বলাই বাহুল্য, এর আগে কোনো হলিউড অভিনেত্রীকে বলিউডে নিয়ে আসতে এত বড় অঙ্কের অফার শোনা যায়নি।
খবর অনুযায়ী, প্রস্তাব শুনে প্রথমে বিস্মিত হলেও সিডনি বেশ আগ্রহী হয়ে উঠেছেন। বর্তমানে বিষয়টি গুরুত্ব সহকারে ভেবে দেখছেন তিনি। চূড়ান্ত হলে এই সহযোগিতা বলিউড–হলিউডের সম্পর্কের নতুন দিগন্ত খুলে দিতে পারে।
সিডনি সুইনি ইউফোরিয়া আর দ্য হোয়াইট লোটাস–এ অসাধারণ অভিনয়ের জন্য বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছেন। সামনে তার হাতে রয়েছে কয়েকটি বড় প্রজেক্ট—বক্সার ক্রিস্টি মার্টিনের জীবনীভিত্তিক ছবি ক্রিস্টি আর থ্রিলার দ্য হাউসমেইড। তার মধ্যেই বলিউডে অভিষেকের গুঞ্জন ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে।
এসএন