ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার তার ফেসবুক পোস্টে প্রকাশ করলেন দীর্ঘদিনের জমে থাকা অভিমান। নাটকের একই ধাঁচের গল্প ও চরিত্রে আটকে পড়ে হাঁপিয়ে উঠেছেন তিনি। বৃহস্পতিবার এক পোস্টে স্পষ্ট করে জানিয়েছেন, আগামী মাস থেকে গল্পে যদি পরিবর্তন না আসে তাহলে তিনি আর অভিনয় করবেন না।
তিনি লেখেন, “সামনের মাস থেকে গল্পে যদি পরিবর্তন না আনেন আমি কাজ করতে যাচ্ছি না। দিন শেষে আমি ‘একই রকম অভিনয় করি’ বা ‘হাউ কাউ’ করি। এই কথাটা শুনতে বছরের পর বছর কাজ করে যাচ্ছি না। এই রুচি যে আমার না, এটার পেছনে বাকীদের অবদানটাই বেশি এই কথা আমি আপনাদের সহজভাবে বুঝাতে পারব না। আবার রাজনীতির শিকার হয়ে যাব।’
এরপর তিনি যোগ করেন, ‘অভিনয়ের ক্ষুধা আপনি টাকা দিয়ে পূরণ করতে পারবেন না। অন্য কোনো দায়িত্ব দেন কষ্ট হোক করতে রাজী আছি, কিন্তু একই জিনিস থেকে আমাকেও মুক্তি দেন। আমিও বোরড! অনেকদিন যাবত ভেবেছি আজকে প্রকাশ করলাম। ছুটি নিব, ঘুরতে যাব। অনেক কাজ করেছি সেগুলা ততোদিনে রিলিজ করেন।’
এই তারকা আরও বলেন, ‘যারা টাকা দিয়ে। আমাকে দিয়ে হাউ কাউ করায় তারা যখন অন্য কাউকে বলে আমাকে দিয়ে হাউ কাউ ছাড়া অভিনয় হয় না। কিন্তু এই হাউ কাউ তো আপনাদের রুচি, আমার না। আমি তাদেরকে আমার অভিনয় একটা বার দেখাতে চাই। বয়সে বড় হয়েছি। অনেক বদলে গেছি। একবার সুযোগ দেন। এরপর না হয় বিচার করলেন। আপনার মুখ থেকেই সুনামের জন্য যেভাবে অভিনয় করা লাগে করে দেখাবো। চ্যালেঞ্জ।
সবশেষে শামীম লিখেছেন, ‘শেষ কথা আমার আবারও বিরতি প্রয়োজন।’
অভিনেতার এই পোস্টে শোবিজে ইন্ডাস্ট্রির অনেকেই সহমত প্রকাশ করেছেন এবং স্পষ্ট মন্তব্যকে স্বাগত জানিয়েছেন। একজন লিখেছেন, ‘আপনাকে দিয়ে বাণিজ্যিক ভাবেই ব্যতিক্রমধর্মী কাজ সম্ভব। সে প্রমাণ এর আগেও অনেক গল্পে পেয়েছি।ভালো সিদ্ধান্ত... শুভকামনা’
ছোটপর্দার অভিনেত্রী মনিরা আক্তার মিঠু লিখেছেন, ‘তোমার বক্তব্যটা খুব ভালো লেগেছে। সাহসী ও স্পষ্ট। অনেক ভালোবাসা কাকা।’
ছোটপর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ লিখেছেন, “ঠিক আছে তাহলে কাজ হারানোর জন্য প্রস্তুত হও। যারা তোমার আশেপাশে ঘোরাঘুরি করত, তারা আর ঘুরবে না। তারা অন্য একটা বিকল্প খুঁজে নেবে। কিন্তু গল্প আর চরিত্র কখনও বদলাবে না। একবার যদি তারা বিকল্প পেয়ে যায়, তখন তারাই বাজারে বলবে ‘শামীমের দিন শেষ’,‘সেটে ঝামেলা করে’। কেউ তোমাকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করবে না। কেউ সেই রিস্কটা নেবে না। তোমার যদি সিদ্ধান্ত এটা হয় তাহলে এসব ঘটনার জন্যও প্রস্তুত থাকো। কথাগুলো মিলিয়ে নিও ভাই।”
এমকে/এসএন