জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে নিজের ৭৫তম জন্মদিন উদযাপন করলেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। গতকাল জন্মদিনের পার্টির বেশ কিছু ছবি ও ভিডিও সোশ্যালে ভাইরাল হয়েছে যেখানে নাচে, গানে হুল্লোড়ে মেতে উঠেছিলেন বলিউড তারকারা।
এদিন পার্টিতে উপস্থিত ছিলেন ফারাহ খান, মনীশ মালহোত্রা, করণ জোহর, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত, রেখা, সনু নিগম, উর্মিলাসহ আরো অনেকেই।
সোশ্যালে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে জাভেদ আখতারের সঙ্গে কনি ফ্রান্সিসের কালজয়ী ক্লাসিক প্রিটি লিটল বেবি গানের তালে তালে নাচ করতে দেখা যায় শাবানা আজমিকে।
জন্মদিনের এই বিশেষ অনুষ্ঠানে অভিনেত্রী পরেছিলেন একটি লাল এবং কালো রঙের পোশাক। স্ত্রীর সঙ্গে মানানসই পোশাকে সেজেছিলেন জাভেদ।
তবে এই অনুষ্ঠানে যিনি সবথেকে বেশি নজর কেড়েছিলেন তিনি হলেন রেখা। একটি সাদা এবং কালো রঙের পোশাকে সেজেছিলেন তিনি।
চোখে চশমা, মাথায় ব্যান্ড পরে যেন একেবারে তরুণী লাগছিল অভিনেত্রীকে। প্রতিবারের মতোই এবারেও পার্টির অন্যতম প্রাণকেন্দ্র ছিলেন রেখা।
রেখা ছাড়াও এই অনুষ্ঠানে একসঙ্গে নাচ করতে দেখা যায় মাধুরীকে, যিনি পরেছিলেন একটি লাল রঙের পোশাক। বিদ্যা বালান এবং উর্মিলা কে দেখতে পাওয়া যায় স্টিল রঙের পোশাকে সেজে থাকতে।
জন্মদিনের এই বিশেষ মুহূর্তের ভিডিও পোস্ট করেন ফারাহ খান এবং সঞ্জয় কাপুর।
প্রসঙ্গত, শাবানা আজমিকে সর্ব শেষ অভিনয় করতে দেখা যায় ‘ডাব্বা কার্টেল’ সিরিজে। এই সিরিজে শাবানা ছাড়াও অভিনয় করেছিলেন জ্যোতিকা, নিমিশা সজয়ন, শালিনী পান্ডে প্রমুখ।
এমকে/এসএন