মালয়ালম চলচ্চিত্রপ্রেমীদের জন্য আসছে বড় চমক। জনপ্রিয় দুই তারকা টোভিনো থমাস ও নাজরিয়া নাজিম প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় হাজির হতে যাচ্ছেন। ছবিটি পরিচালনা করছেন মুহসিন পারারি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালক কাস্টিং কল পোস্ট করলে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
চলচ্চিত্রটির নাম এখনও চূড়ান্ত হয়নি। চিত্রনাট্য লিখছেন মুহসিন পারারি ও জাকারিয়া, যারা এর আগে ‘ভাইরাস’ ও ‘থাল্লুমালা’ ছবিতে দর্শকের মনে গভীর ছাপ রেখেছেন। নতুন ছবিতেও এই জুটির সহযোগিতা নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে অন্য মাত্রায়।
টোভিনো থমাসের বহুমুখী অভিনয় ক্ষমতা দর্শকদের দীর্ঘদিন ধরে মুগ্ধ করে আসছে। নাজরিয়া নাজিম দীর্ঘ বিরতির পর বড়পর্দায় ফিরছেন এই ছবির মাধ্যমে। গত বছর তিনি ‘সুক্শমদর্শিনী’ ছবিতে বসিল জোসেফের বিপরীতে অভিনয় করেছিলেন। এবার দর্শক তাকে দেখতে পাবেন বহুল প্রতীক্ষিত ওটিটি সিরিজ ‘দ্য মাদ্রাজ মিস্ট্রি- ফল অব আ সুপারস্টার’-এ।
টোভিনো ও নাজরিয়ার জুটি নিয়ে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনা জোরালো। অনেকেই মনে করছেন, এটি হতে যাচ্ছে ২০২৬ সালের অন্যতম প্রতীক্ষিত মালয়ালম চলচ্চিত্র।
কেএন/টিএ