রাবিতে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উপ-উপাচার্যসহ শিক্ষকদের লাঞ্ছিতের প্রতিবাদে রোববার (২১ সেপ্টেম্বর) পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে শিক্ষক-শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে এ কর্মবিরতি ঘোষণা দেন তারা।

শনিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলিম জরুরি এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

তিনি বলেন, কতিপয় নামধারী শিক্ষার্থীদের হাতে শিক্ষক হেনস্তাকারীদের বহিষ্কার এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এসব দাবিতে আমরা রোববার পূর্ণ দিবস কর্মবিরতি ঘোষণা করেছি। শিক্ষার্থীদের এমন কর্মকাণ্ড রাকসু নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র বলে মনে করি। আগামীকালের মধ্যে আমাদের দাবি মানা না হলে এ কর্মসূচি অব্যাহত থাকবে।

মহানগরীর মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, ক্যাম্পাসে যাতে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এজন্য অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, রাতের মধ্যে যে কোনো উপায়ে অর্থাৎ নির্বাহী আদেশে হলেও পোষ্য কোটা পুনর্বহালের আদেশ বাতিল করতে হবে। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মুজাহিদ ফয়সাল বাবু বলেন, এ বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা একটি মীমাংসিত বিষয়। বিশ্ববিদ্যালয়ে একটি সর্বাত্মক আন্দোলনের মাধ্যমে পোষ্য কোটা বাতিল হয়েছিল। এখন আবার এটাকে সামনে আনা সুস্পষ্টভাবে শিক্ষার্থীদের অধিকার রাকসু বানচালের পাঁয়তারা। যে নাটক মঞ্চায়ন করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করে।

এর আগে ‘পৌষ্য কোটা’ বাতিলের দাবিতে একই দিন বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের সামনে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। ওই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত উপাচার্য (উপাচার্যের অনুপস্থিতিতে) অধ্যাপক মাঈন উদ্দিনসহ প্রশাসনের ঊর্ধ্বতনদের বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।

জানা গেছে, শনিবার দুপুর আড়াইটায় ‘পৌষ্য কোটা’ বাতিলের দাবিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে টায়ার পোড়ায়। এরপর বিকেল সাড়ে ৩টায় তারা উপাচার্যের বাসভবন ঘেরাও করে। এ সময় তারা উপউপাচার্যের গাড়ি আটক করে এবং সেখানে টাকা ছুড়ে মারে।

পরবর্তীতে তারা উপউপাচার্য মাইন উদ্দিনের বাসভবনে তালা ঝুলিয়ে দেয়। এতে তিনি তার বাসভবনে প্রবেশ করতে পারেননি। একপর্যায়ে ভারপ্রাপ্ত উপাচার্য ও প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জুবেরী ভবনে প্রবেশের চেষ্টা করলে আবারও বাধা দেন শিক্ষার্থীরা। এ সময় কর্মকর্তা, কর্মচারী, শিক্ষকদের সঙ্গে ধস্তাধস্তি হয়।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ক্যারিয়ারের ১০১তম ট্রফি জিতলেন জোকোভিচ Nov 10, 2025
img
২৯ জেলায় ডিসি পদায়ন, ২১ জনই নতুন মুখ Nov 10, 2025
img
জাহানারা ইস্যুতে বিসিবি সংশ্লিষ্টদের বাদ দিয়ে স্বাধীন তদন্ত কমিটি চান তামিম Nov 10, 2025
img
আবারও ইউরোপে ফিরছেন মেসি? Nov 10, 2025
img
চট্টগ্রামে যাচ্ছেন নৌপরিবহন উপদেষ্টা, উদ্বোধন করবেন বন্দরের ৩ স্থাপনা Nov 10, 2025
img
অনশন ভাঙতে কেন ডাবের পানি খাওয়ানো হয়? Nov 10, 2025
img
শাকিব খানের ‘প্রিন্স’-এ দেখা যাবে বলিউডের জ্যাকি শ্রফকে Nov 10, 2025
img
জাদুঘরের সামনে রাতভর অবস্থানে ১-১২ তম নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকরা Nov 10, 2025
img
খালেদা জিয়াকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আমন্ত্রণপত্র পৌঁছে দিলেন টুকু Nov 10, 2025
img
ম্যান সিটির কাছে পাত্তাই পেল না লিভারপুল Nov 10, 2025
img
ভ্যালেকানোর বিপক্ষে ড্র করে হোঁচট খেল রিয়াল Nov 10, 2025
img
আসিফের সমালোচনা ফুটবলাঙ্গনে, প্রশ্ন ‘সুস্থতা’ ও ‘ভদ্রতা’ নিয়ে Nov 10, 2025
img
হঠাৎ মেট্রো রেলের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল Nov 10, 2025
img
আওয়ামী লীগের কার্যক্রম ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বৈঠক Nov 10, 2025
img
যারা একাত্তরের মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না, তাদের ভোট চাই না : ফজলুর রহামন Nov 10, 2025
img

সালথায় শামা ওবায়েদ

ধানের শীষের ভোটে কেউ যাতে হাত দিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে Nov 09, 2025
img
বিএনপির সমাবেশে স্ট্রোকে ছাত্রদল কর্মীর মৃত্যু Nov 09, 2025
img
ফুটবলাররা উইকেট ভেঙে ফেলে, উইকেট নষ্ট করে : আসিফ Nov 09, 2025
img
খালেদা জিয়ার সঙ্গে বিদেশ সফরে যাওয়ায় আমাকে প্লট দেয়া হয়নি : রবি চৌধুরী Nov 09, 2025
img
সংবিধানের বাইরে যাওয়ার অর্থ হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা: জয়নুল আবেদীন Nov 09, 2025