রাবিতে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উপ-উপাচার্যসহ শিক্ষকদের লাঞ্ছিতের প্রতিবাদে রোববার (২১ সেপ্টেম্বর) পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে শিক্ষক-শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে এ কর্মবিরতি ঘোষণা দেন তারা।

শনিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলিম জরুরি এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

তিনি বলেন, কতিপয় নামধারী শিক্ষার্থীদের হাতে শিক্ষক হেনস্তাকারীদের বহিষ্কার এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এসব দাবিতে আমরা রোববার পূর্ণ দিবস কর্মবিরতি ঘোষণা করেছি। শিক্ষার্থীদের এমন কর্মকাণ্ড রাকসু নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র বলে মনে করি। আগামীকালের মধ্যে আমাদের দাবি মানা না হলে এ কর্মসূচি অব্যাহত থাকবে।

মহানগরীর মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, ক্যাম্পাসে যাতে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এজন্য অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, রাতের মধ্যে যে কোনো উপায়ে অর্থাৎ নির্বাহী আদেশে হলেও পোষ্য কোটা পুনর্বহালের আদেশ বাতিল করতে হবে। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মুজাহিদ ফয়সাল বাবু বলেন, এ বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা একটি মীমাংসিত বিষয়। বিশ্ববিদ্যালয়ে একটি সর্বাত্মক আন্দোলনের মাধ্যমে পোষ্য কোটা বাতিল হয়েছিল। এখন আবার এটাকে সামনে আনা সুস্পষ্টভাবে শিক্ষার্থীদের অধিকার রাকসু বানচালের পাঁয়তারা। যে নাটক মঞ্চায়ন করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করে।

এর আগে ‘পৌষ্য কোটা’ বাতিলের দাবিতে একই দিন বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের সামনে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শিক্ষার্থীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। ওই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত উপাচার্য (উপাচার্যের অনুপস্থিতিতে) অধ্যাপক মাঈন উদ্দিনসহ প্রশাসনের ঊর্ধ্বতনদের বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।

জানা গেছে, শনিবার দুপুর আড়াইটায় ‘পৌষ্য কোটা’ বাতিলের দাবিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে টায়ার পোড়ায়। এরপর বিকেল সাড়ে ৩টায় তারা উপাচার্যের বাসভবন ঘেরাও করে। এ সময় তারা উপউপাচার্যের গাড়ি আটক করে এবং সেখানে টাকা ছুড়ে মারে।

পরবর্তীতে তারা উপউপাচার্য মাইন উদ্দিনের বাসভবনে তালা ঝুলিয়ে দেয়। এতে তিনি তার বাসভবনে প্রবেশ করতে পারেননি। একপর্যায়ে ভারপ্রাপ্ত উপাচার্য ও প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জুবেরী ভবনে প্রবেশের চেষ্টা করলে আবারও বাধা দেন শিক্ষার্থীরা। এ সময় কর্মকর্তা, কর্মচারী, শিক্ষকদের সঙ্গে ধস্তাধস্তি হয়।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
শ্রীলঙ্কাকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন লিটন Sep 21, 2025
img
মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে গেল বাংলাদেশ Sep 21, 2025
img
রাবিতে উপাচার্যের বাসভবনের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা শিক্ষার্থীদের Sep 21, 2025
img
রাবিতে পোষ্য কোটা নিয়ে উত্তেজনা, শিক্ষার্থীদের নিরাপত্তায় পুলিশ মোতায়েন Sep 21, 2025
img
বাংলাদেশি ১৩ জেলে ভারতের কারাগারে, আহাজারি স্বজনদের Sep 21, 2025
img
শ্রীলঙ্কার বিপক্ষে সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ Sep 21, 2025
img
সিলেটের মাটিতে কোনো ধরনের অপরাধ হতে দেওয়া যাবে না : ডিসি সারওয়ার Sep 20, 2025
img
রাবিতে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি ঘোষণা Sep 20, 2025
img
মিলিতাও ও এমবাপের দুর্দান্ত গোলে জয় পেল রিয়াল মাদ্রিদ Sep 20, 2025
img
সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ Sep 20, 2025
img

ট্রাম্পের দাবি

ইউক্রেন যুদ্ধের মাধ্যমে ‘টাকা আয়’ করছে যুক্তরাষ্ট্র Sep 20, 2025
কুমিল্লায় চোর সন্দেহে যুবককে আটকে কুকুর লেলিয়ে নির্যাতন, গ্রেফতার ৩ Sep 20, 2025
শিক্ষার্থীদের তোপের মুখে সিনেটে সংবাদ সম্মেলনে আসা শিক্ষকরা Sep 20, 2025
সাংবাদিক শিবলীর পরিবারের পাশে থাকবে ছাত্রদল— বললেন আবিদ Sep 20, 2025
img

এশিয়া কাপ ২০২৫

শানাকার ঝড়ো ফিফটিতে বাংলাদেশকে ১৬৯ রানের টার্গেট দিল শ্রীলঙ্কা Sep 20, 2025
জামায়াত ও চরমোনাইকে সালাউদ্দিন আহমেদের কড়া জবাব Sep 20, 2025
img
দুর্গাপূজায় হিলি স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ Sep 20, 2025
img
কোহলিকে টপকে স্মৃতি মান্ধানার রেকর্ড Sep 20, 2025
img
রাতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আলী রীয়াজ Sep 20, 2025
img
ফের ইনজুরিতে পড়লেন নেইমার জুনিয়র Sep 20, 2025