২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাটে ৩৪ বছর বয়সী সুশান্ত সিং রাজপুতকে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনার পর দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয় এবং তদন্তভার পরে সিবিআইয়ের হাতে যায়। আত্মহত্যায় প্ররোচনা, আর্থিক জালিয়াতি ও মাদক সংযোগের অভিযোগে তার সাবেক প্রেমিকা রিয়ার বিরুদ্ধে একের পর এক মামলা হয়।
২০২০ সালের সেপ্টেম্বরে রিয়াকে গ্রেপ্তার করে এনসিবি, তবে এক মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান।
এক মাস কারাবাসের পর জামিন পেলেও দীর্ঘ তদন্তের মুখোমুখি হতে হয় এই বলিউড অভিনেত্রীকে। অবশেষে চার বছর পর প্রমাণিত হয়, সুশান্তের মৃত্যুর সঙ্গে রিয়ার কোনো সংশ্লিষ্টতা নেই এবং চলতি বছরের মার্চে তিনি মামলার সব অভিযোগ থেকে অব্যাহতি পান।
এবার সেই অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন রিয়া। এনডিটিভি যুবা ২০২৫ কনক্লেভের “আনব্রোকেন: রাইটিং দ্য নেক্সট চ্যাপ্টার” সেশনে অংশ নিয়ে তিনি বলেন, “আমাকে শোক করার সুযোগ দেওয়া হয়নি।
এখনো মনে হয় আমার শোক প্রকাশের প্রক্রিয়া শেষ হয়নি। আজও আমি আমার শোককে ব্যক্তিগত রাখতে চাই। আমি তুলনামূলকভাবে এখন সুখী, কিন্তু এই সুখ এসেছে গভীর ট্রমার পর।”
তবে সব অভিযোগ থেকে মুক্তি পেলেও সেই সময়কার ক্ষত এখনো বহন করছেন রিয়া চক্রবর্তী।
কনক্লেভের মঞ্চে তিনি জানান, আজও শোক তার ভেতরে রয়ে গেছে, তবে তিনি চেষ্টা করছেন নতুন করে জীবনকে সামনে এগিয়ে নেওয়ার।
কেএন/টিকে