হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ‘পারাবত এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে সিলেটের সঙ্গে সারা দেশের প্রায় তিন ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকার পর আবার চালু হয়েছে।
রোববার বেলা ২টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে শায়েস্তাগঞ্জ রেল জংশনের সহকারী স্টেশন মাস্টার উত্তম কুমার দেব জানিয়েছেন।
এর আগে বেলা ১১টার দিকে পারাবত এক্সপ্রেস ট্রেনটি শায়েস্তাগঞ্জ স্টেশন অতিক্রম করে খোয়াই নদীর ব্রিজে ওঠার পর ইঞ্জিন বিকল হয়ে যায়।
এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এ ঘটনায় সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ও ঢাকাগামী জয়ন্ত্রিকা এক্সপ্রেস আটকা পড়ে। প্রচণ্ড গরমের মধ্যে ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
পরে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে মেরামতের কাজ শেষ করলে তিন ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয় বলে উত্তম কুমার জানান।
এমআর/এসএন