দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বড় পর্দায় মুক্তি পেয়েছে ওপার বাংলার পরিচালক পারমিতা মুন্সির আলোচিত ছবি ‘আমি যখন হেমা মালিনী’। তবে ছবি মুক্তির পরেও পরিচালকের মনে বিষাদ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ছবিটি শেষ করতে এবং মুক্তি দিতে তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। এর মূল কারণ ছিল আর্থিক সংকট।
পরিচালক পারমিতা মুন্সি বলেন, ‘কয়েক বছর আগে ছবির কাজ শুরু করেছিলাম কিন্তু শুধু টাকার অভাবে কাজ শেষ করতে দেরি হয়েছে। আমাদের মতো স্বাধীনভাবে যারা কাজ করেন তাদের জন্য এর থেকে বড় সমস্যা আর কিছু হতে পারে না।’
তার কথায়, ‘ছবিটি আমি অনেক যত্ন নিয়ে তৈরি করেছি। যারা দেখেছেন, সবাই প্রশংসা করেছেন। কিন্তু সেই তুলনায় পর্যাপ্ত হল পাইনি বললেই চলে। ছবিটি মুক্তির আগে বারবার হোঁচট খেয়েছি। অর্ধেক সিনেমা হলে রিলিজ করতে পারিনি। ফান্ড না থাকায় প্রচারও করতে পারিনি।’ তবে পরিচালক জানান, প্রতিকূলতার মধ্যেও তিনি হাল ছাড়েননি। তার ছবির দুটি বড় অস্ত্র হলো রূপম ইসলামের কণ্ঠে রবীন্দ্রসংগীত এবং কবীর সুমনের গান।
ছবিতে অভিনয় করেছেন চিরঞ্জিত চক্রবর্তী, চৈতি ঘোষাল, দেবলীনা দত্ত, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, কাঞ্চনা মৈত্র, পাপিয়া অধিকারি, পাপিয়া রাও, ভাস্বর চট্টোপাধ্যায় ও পিয়ালী মুন্সি।
এসএস/এসএন