পাকিস্থানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এখন বাংলাদেশে। অভিনেত্রীর ঢাকায় আসার খবরের পর থেকেই ফেসবুকে তাকে নিয়ে বিভিন্ন পোস্ট করছে তার ভক্তরা। সঙ্গে কিছু মিমসও দেখা যাচ্ছে। অন্যদিকে, রোববার(২১ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় একটি পোস্ট, যেখানে দাবি করা হয়, পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছেন বাংলাদেশি অভিনেতা হাসান মাসুদকে। পোস্টে আরও বলা হয়, ঢাকার শিল্পকলায় অনুষ্ঠিত একটি তারকা মিলনমেলায় এই ঘটনা ঘটেছে। অভিনেতা জানিয়েছেন বিষয়টি পুরোপুরি গুজব এবং শুধুমাত্র সামাজিক মাধ্যমে তৈরি বিভ্রান্তি।
বিষয়টি নিয়ে একটি সংবাদমাধ্যমে কথা বলেন হাসান মাসুদ। তিনি নিশ্চিত করেছেন বিষয়টি পুরোপুরি মিথ্যা। এমন কোনো আয়োজনে তিনি উপস্থিত ছিলেন না। হাসান মাসুদ বলেন, আমি হানিয়া আমিরকে চিনি না। তিনি কবে বাংলাদেশে এসেছেন তা জানি না। ফেসবুকে এই পোস্টটি চোখে পড়েনি, তবে এমন কোনো ঘটনা আমার জানা নেই।”অভিনেতা স্পষ্ট করেছেন, ফেসবুকে ভাইরাল হওয়া খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।
জানা যায়, প্রথমে একটি ফেসবুক পেজ মজা করে এই পোস্টটি তৈরি করেছিল। এরপর এটি বিভিন্ন পেজ ও গ্রুপে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই পোস্টটি সত্যি ভেবে শেয়ার করেন, যা ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি করে। হাসান মাসুদ বিষয়টিকে ফেক এবং বিব্রতকর হিসেবে উল্লেখ করেছেন।
অন্যদিকে, হানিয়া আমির এই প্রথমবার ঢাকায় এসেছেন। তার আগমনের উদ্দেশ্য মূলত কয়েকটি প্রোগ্রামে অংশ নেয়া। এরইমধ্যে শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি ছিলেন ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে একটি আয়োজনে অংশ নেন। সেই আয়োজনে উপস্থাপকের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন হানিয়া। সেই সঙ্গে উপস্থিত দর্শকদের সঙ্গেও কথা বলেছেন অভিনেত্রী।
এবি/টিকে