হলিউডের সবচেয়ে প্রভাবশালী নির্মাতা তিনি। জিতেছেন অস্কার, বাফটা, গ্লোবসহ বহু পুরস্কার। এবার নিজেকে নেতা হিসেবে প্রমাণের পালা। এবার ‘ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা’র সভাপতি নির্বাচিত হয়েছেন বিখ্যাত পরিচালক ক্রিস্টোফার নোলান।
এ নিয়ে নোলান নিজের অনুভূতি প্রকাশ করেছেন এভাবে, ‘এটা আমার ক্যারিয়ারের অন্যতম সেরা সম্মান। আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক পরিবর্তন আসছে, এমন পরিস্থিতিতে আমাকে সভাপতি নির্বাচিত করায় গিল্ডের সদস্যদের প্রতি কৃতজ্ঞ। অসাধারণ নেতৃত্বের জন্য সাবেক সভাপতি লেসলি লিংকা গ্লেটারকে ধন্যবাদ। তাঁর সহযোগিতা এবং নতুন নির্বাচিত কমিটিকে নিয়ে সদস্যদের সৃজনশীল এবং অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে চাই।
গত কয়েক বছরে নানা ইস্যুতে উত্তাল ছিল হলিউড। টানাপড়েনে ছিলেন নির্মাতারাও। প্রত্যেক শুটিং সেটে নিরাপত্তা নিশ্চিতে একজন অভিজ্ঞ সুপারভাইজার নিযুক্ত রাখার চেষ্টা করছিল সংগঠনটি। সেই সঙ্গে ক্যালিফোর্নিয়া কর বিভাগের সঙ্গে সমঝোতা করে চলচ্চিত্র নির্মাণ বাড়ানোর বিষয়েও কাজ করেছেন তাঁরা।
সেসব কর্ম প্রক্রিয়া সামনে এগিয়ে নেবেন নোলান। বর্তমানে এই সংগঠনের সদস্যসংখ্যা ১৯ হাজার ৫০০ জন। এর মধ্যে ১৬৭ জন প্রতিনিধির ভোটে নির্বাচিত হয়েছেন নোলান। নোলান এখন ব্যস্ত রয়েছেন তার মেগা প্রজেক্ট ‘দ্য ওডিসি’ নিয়ে। এটি হতে চলেছে নোলানের প্রথম সিনেমা, যেটি পুরোটা আইম্যাক্স ক্যামেরায় শুট করা হয়েছে।
এর আগে ‘দ্য ডার্ক নাইট’, ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’ বা ‘টেনেট’-এ আংশিকভাবে আইম্যাক্স ব্যবহার করেছিলেন নোলান। এবার পুরো ছবিতেই থাকবে এই আধুনিক প্রযুক্তির ব্যবহার। ‘দ্য ওডিসি’ সিনেমার মূল চরিত্র ইথাকার রাজা ওডিসিয়াসের ভূমিকায় থাকছেন ম্যাট ডেমন। আরও থাকছেন টম হল্যান্ড, জেন্ডায়া, অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন ও শার্লিজ থেরনের মতো তারকারা।
এসএস/টিএ