মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি বলেছেন, আমি আমার দেশকে ভালোবাসি, কিন্তু এখন আর চিনতে পারছি না। রোববার (২১ সেপ্টেম্বর) স্পেনের সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে নিজের সর্বশেষ চলচ্চিত্র উপস্থাপনার সময় তিনি যুক্তরাষ্ট্রে মতপ্রকাশের স্বাধীনতার হুমকি নিয়ে উদ্বেগ জানান।
সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমের সমালোচনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। এছাড়া রক্ষণশীল নেতা চার্লি কার্ক হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের কারণে টিভি হোস্ট জিমি কিমেলের অনুষ্ঠান বন্ধ হওয়ায় যুক্তরাষ্ট্রে বাকস্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে। এই প্রেক্ষাপটেই জোলি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, যে কোনো জায়গায় মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়া খুবই বিপজ্জনক। আরও বলেন, আমরা সবাই একসাথে একটি কঠিন সময় পার করছি। ৫০ বছর বয়সী এই অভিনেত্রী উৎসবে ফরাসি পরিচালক অ্যালিস উইনোকুর পরিচালিত ‘কৌচার’ ছবির প্রচারণা চালাচ্ছেন। ছবিটি উৎসবের শীর্ষ পুরস্কার গোল্ডেন শেলের জন্য মনোনীত হয়েছে।
অস্কারজয়ী জোলি ১৯৯৯ সালে ‘গার্ল, ইন্টারাপ্টেড’ ছবিতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব-অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হন। ২০১৩ সালে ক্যান্সার প্রতিরোধে জেনেটিক ঝুঁকি কমাতে তিনি ডাবল মাস্টেকটমি ও পরে ডিম্বাশয় ও ফ্যালোপিয়ান টিউব অপসারণ করান। তার মা ও নানি ক্যান্সারে মৃত্যুবরণ করেছিলেন। ছবিটির শুটিংয়ের সময় প্রায়ই তার মায়ের কথা মনে পড়তো বলে জানান জোলি।
এসএস/টিএ