সালমান খানের হাত ধরে বলিউডে অভিষেক ঘটে, এরপর অনেকটা বছর পেরিয়ে গেলেও ক্যারিয়ার খুব বেশি এগোয়নি, অর্থাৎ বি টাউনে নিজের অবস্থান পোক্ত করতে পারেননি জারিন খান। অভিনয় দিয়ে আলোচনা তৈরি করতে না পারলেও তাকে ঘিরে বিতর্কও কম হয়নি। বিভিন্ন সময়েই অভিনেত্রীদের অন্তরঙ্গ দৃশ্য নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়। এবার সে প্রসঙ্গে কথা বললেন এই অভিনেত্রী।
অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় প্রসঙ্গে নিয়ে কথা উঠলে প্রশ্ন তোলেন জারিন। বলেন, অন্তরঙ্গ দৃশ্যে নায়িকার ভূমিকা নিয়েই কেবল প্রশ্ন তোলা হয়; নায়করা করলে সেটার বরং তারিফ করা হয়।
অভিনেত্রীর ভাষ্যে, “একই দৃশ্য যখন কোনো নায়ক করেন, তখন তাকে ‘কুল’ বলা হয়। কিন্তু কোনো নায়িকা সেই দৃশ্য করলে সঙ্গে সঙ্গে তার চরিত্র নিয়ে প্রশ্ন ওঠে, তাকে বলা হয় ‘সহজলভ্য’।
সেই সাক্ষাৎকারে জারিন আরো বলেন, ‘দর্শকের একাংশ ধরে নেয়, যেহেতু আমি পর্দায় এমন দৃশ্য করেছি, বাস্তব জীবনেও আমি তেমন। অথচ এটাই বড় ভুল।’
তিনি দাবি করেন, সাহসী দৃশ্য করার পর নারীরা প্রায়ই আজগুবি প্রশ্ন কিংবা অনভিপ্রেত প্রস্তাবের মুখোমুখি হন। ‘টিভিতে বা সিনেমায় করেছি মানে বাস্তবেও করব, এমনটা ভেবে বসে অনেকেই। সেই সাক্ষাৎকারে জারিন আরো বলেন, ‘দর্শকের একাংশ ধরে নেয়, যেহেতু আমি পর্দায় এমন দৃশ্য করেছি, বাস্তব জীবনেও আমি তেমন। অথচ এটাই বড় ভুল।’
তিনি দাবি করেন, সাহসী দৃশ্য করার পর নারীরা প্রায়ই আজগুবি প্রশ্ন কিংবা অনভিপ্রেত প্রস্তাবের মুখোমুখি হন। ‘টিভিতে বা সিনেমায় করেছি মানে বাস্তবেও করব, এমনটা ভেবে বসে অনেকেই। বলেন তিনি।
জারিন মনে করিয়ে দেন, অন্তরঙ্গ দৃশ্য ধারণ করা মোটেও সহজ নয়। ক্যামেরার অ্যাঙ্গেল, আলো, সহ-অভিনেতার স্বাচ্ছন্দ্য—সব কিছু ভেবে অনেক প্রস্তুতি নিতে হয়।
এর আগেও এ প্রসঙ্গে ক্ষোভ ঝেড়েছিলেন জারিন। ২০১৬ সালে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, প্রতিষ্ঠিত তারকারা অন্তরঙ্গ দৃশ্য করলে প্রশংসা কুড়ান, অথচ অপেক্ষাকৃত নতুন বা কম জনপ্রিয় নায়িকারা একই দৃশ্য করলে তাদের বলা হয়, জনপ্রিয়তা পাওয়ার জন্য এমনটা করছেন।