বলিউড ও ওয়েব সিরিজের ব্যস্ততা পেছনে ফেলে আবারও নিজের ঘর টলিউডে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ভক্তদের জন্য সুখবর, তিনি তৃতীয়বারের মতো হাত মেলাচ্ছেন পরিচালক নন্দিনী রেড্ডির সঙ্গে। গল্প ও চিত্রনাট্য লিখেছেন রাজ ও ডিকে, যাঁদের সঙ্গে সামান্থার গভীর বন্ধন তৈরি হয়েছিল হিন্দি প্রজেক্টে কাজ করতে গিয়ে।
এই ছবির সবচেয়ে বড় চমক হলো এবারের প্রযোজনার দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছেন সামান্থা। তাঁর নিজস্ব প্রতিষ্ঠান ‘ত্রলালা মুভিং পিকচার্স’-এর ব্যানারে নির্মিত হচ্ছে ছবিটি। ফলে অভিনয়ের পাশাপাশি প্রযোজনার ময়দানেও নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।
এর আগে নন্দিনী রেড্ডির সঙ্গে ‘জবরদস্ত’ ও ‘ওহ বেবি’ ছবিতে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়িয়েছিলেন সামান্থা। তাই নতুন ছবিটি নিয়েও ভক্তদের প্রত্যাশা তুঙ্গে। ইতিমধ্যেই প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়ে গেছে। যদিও সহ-অভিনেতা কিংবা মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি, তবে দক্ষিণী ছবির দুনিয়ায় আলোচনায় রয়েছে এই আসন্ন প্রজেক্ট।
সামান্থার ক্যারিয়ার ও জনপ্রিয়তার দিক থেকে নতুন ছবিটি হতে পারে তাঁর জন্য আরেকটি মাইলফলক। কারণ দীর্ঘদিনের বিরতির পর টলিউডে তাঁর এই প্রত্যাবর্তনকে ভক্তরা দেখছেন একপ্রকার উৎসবের মতোই।
এমকে/টিএ