টলিউডে ‘উপ্পেনা’ ছবির মাধ্যমে স্বপ্নের মতো অভিষেক ঘটেছিল অভিনেত্রী কৃতি শেঠির। মুক্তির পর থেকেই তাঁর প্রাণবন্ত উপস্থিতি আর অভিনয়ের সহজাত দক্ষতায় দর্শকদের হৃদয় জয় করেছিলেন তিনি। কিন্তু সাম্প্রতিক সময়ে এই অভিনেত্রীকে বেশি দেখা যাচ্ছে তামিলসহ অন্য ভাষার ছবিতে।
এদিকে টলিউডের ভক্তরা এখন আবারো কৃতিকে ফেরানোর দাবিতে সোচ্চার হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে হ্যাশট্যাগ #KrithiShetty। তাঁদের বিশ্বাস, কৃতির প্রাণবন্ততা ও অভিব্যক্তি নতুন প্রজন্মের দর্শকদের কাছে বিশেষভাবে জনপ্রিয়, তাই তাঁকে আরও সুযোগ দেওয়া উচিত।
টলিউডে প্যান-ইন্ডিয়া প্রজেক্টের জোয়ারে এখন শীর্ষ নায়কদের পাশাপাশি নতুন মুখেরও বাড়ছে চাহিদা। অনেকের মতে, এটাই সঠিক সময় কৃতির জন্য নিজের অবস্থান আরও দৃঢ় করার। ভক্তদের উচ্ছ্বাস ও সমর্থন ইঙ্গিত দিচ্ছে, আবারও টলিউডের আলোচনায় ফিরতে চলেছেন কৃতি শেঠি।
এমকে/টিএ