ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকে শিমুল শর্মার চরিত্রের নাম শিমুল ও আর লামিমা লামের চরিত্রের নাম লামিয়া। এই ধারাবাহিকে লামিয়া ও শিমুলের জুটিকে দর্শকেরা গ্রহণ করেছে। শিমুল ও লামিয়া যেন একে অপরের পরিপূরক। শিমুলকে ছাড়া লামিয়া অচল ও লামিয়াকে ছাড়া শিমুল- বিষয়টি যেন এমনই।
এক সাক্ষাৎকারে শিমুল বলেন, মানুষ ভাবে আমাদের প্রেম চলছে। কিন্তু তেমন কিছুই না। আমাদের মধ্যে কোনো খারাপ কিছু নেই। লামিয়া শুধুই সহশিল্পী।
ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকে শিমুল শর্মার চরিত্রের নাম শিমুল ও আর লামিমা লামের চরিত্রের নাম লামিয়া। এই ধারাবাহিকে লামিয়া ও শিমুলের জুটিকে দর্শকেরা গ্রহণ করেছে। শিমুল ও লামিয়া যেন একে অপরের পরিপূরক। শিমুলকে ছাড়া লামিয়া অচল ও লামিয়াকে ছাড়া শিমুল- বিষয়টি যেন এমনই।
এক সাক্ষাৎকারে শিমুল বলেন, মানুষ ভাবে আমাদের প্রেম চলছে। কিন্তু তেমন কিছুই না। আমাদের মধ্যে কোনো খারাপ কিছু নেই। লামিয়া শুধুই সহশিল্পী। সবাই ভাবে লামিমা আমার গার্লফ্রেন্ড, আর তার জন্যই আমার বিয়েও আটকে গেছে! বাস্তবে শুটিংয়ের বাইরে আমি ওনাকে ‘আপু’ বলে ডাকি, উনিও আমাকে ‘ভাইয়া’ বলেন।
তবে বাস্তবে লামিমাকে মানুষজন দেখেলেই শিমুলের কথা জিজ্ঞেস করেন। এখন পর্দাতেও শিমুল থাকবেন না, দর্শকেরা শিমুল ছাড়া লামিয়াকে কিভাবে নেবে- এ নিয়ে লামিমাকে প্রশ্ন করা হয়েছিল।
লামিমা লাম দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘অবশ্যই দর্শকেরা আমাকে একভাবেও নেবেন। কারণ আমার চরিত্র ছিল ইনডিভিউজুয়াল। শিমুল ভাই আমার জুটি ছিলেন এটা ঠিক, এখন উনি যদি কিছুদিনের জন্য না থাকেন, তাহলে অবশ্যই মিস করবো তাকে। কিন্তু আমার চরিত্র যেহেতু একটু অন্যভাবে তৈরি করা, সেহেতু এই চরিত্রের সঙ্গে অন্য যে কোনো একটা চরিত্রের জুটি করলেও খুব একটা খারাপ হবে না।’
সময়ের পরিচিত এই অভিনেত্রী বলেন, ‘প্রত্যেকটি চরিত্রের একটি বৈশিষ্ঠ রয়েছে। শিমুল লামিয়া একটি যুগল চরিত্র দাঁড়িয়েছিল, এটা তো খুবই সত্যি। এখন শিমুল ভাই না থাকলেও দর্শকেরা সেভাবেই দেখবেন, আমার মনে হয় না এতে খুব একটা সমস্যা হবে।’
এদিকে শিমুল দেশের একটি গণমাধ্যমকে বলেছেন তাঁর এই না থাকাটা অস্থায়ী। আবার তিনি ফিরে আসবেন। তবে ব্যাচেলর পয়েন্ট-এর সর্বশেষ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না শিমুল। শিমুল বাদ পড়েছেন পোস্টার থেকেও। নির্মাতা কাজল আরেফিন অমির প্রধান সহকারী হিসেবে কাজ করছিলেন শিমুল। কিন্তু ইউনিটেও শিমুল নেই।
এবি/এসএন