স্ত্রীর সঙ্গে দূরত্ব দূর করে একসঙ্গে কাজে ফিরলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনি। গাজীপুরের কাপাসিয়ার পদ্ম বিলে তারা অংশ নেন নতুন সিনেমা ‘আইলা চোরা’-এর একটি গানের শুটিংয়ে।
কিছুদিন আগেই পারিবারিক কারণে তাদের সম্পর্কে মান-অভিমান তৈরি হয়েছিল। তবে এবার সেই ভুল-বোঝাবুঝি কাটিয়ে একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেন তারা।
‘রিয়া আর আমার মধ্যে কিছু ভুল-বোঝাবুঝি ছিল। কিন্তু একসাথে কাজ করতে গিয়েই অনেক কিছু ঠিক হয়ে যায়। এখন সিনেমার গানের শুটিং চলছে। নতুন সিনেমার এই গানটা আমাদের জন্য খুব স্পেশাল।
রিয়া মনি বলেন, ‘মান-অভিমান থাকলেও কাজের জায়গায় আমরা সব সময় পেশাদার। আবার একসাথে ক্যামেরার সামনে দাঁড়াতে পেরে ভালো লাগছে। দর্শকদের জন্য এটা একটা সারপ্রাইজ হতে যাচ্ছে।’
পরিচালক শাওন আশরাফ বলেন, ‘এই গানের মাধ্যমে শুধু একটি সিনেমার দৃশ্য নয়, বরং একটি সম্পর্কের নতুন শুরু ফুটিয়ে তোলা হয়েছে। গানের শুটিং দেখতে স্থানীয় মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতো।’
‘আইলা চোরা’ সিনেমায় আরো অভিনয় করেছেন একা, নিশু, কাজী হায়াৎ, আনোয়ার সিরাজী, পীরজাদা হারুন, জ্যাকি, গাংগুয়া, আইরিন, পরান, এ বি এম সোহেল রশিদ, অলি, অলি প্রমুখ। সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর।
এবি/টিএ