প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় এলেন তানিয়া মানিকতলা ও সানি কৌশল। দু’জনকে দেখা যাচ্ছে একটি রোমান্টিক মিউজিক ভিডিওতে, যা আজ ২৩ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। ‘সাইয়ারা’ খ্যাত গায়ক ফাহিম আব্দুল্লাহর কণ্ঠে গাওয়া এই গানটিকে বলা হচ্ছে হৃদয় ছোঁয়া প্রেমকাহিনির সুরেলা উপস্থাপন।
নাটকীয় অভিনয়ের জন্য পরিচিত তানিয়া এবার হাজির হয়েছেন এক নতুন রূপে—যেখানে নিষ্পাপ আবেগ আর আবেগমাখা প্রেমের মিশেল রয়েছে। অন্যদিকে বহুমাত্রিক চরিত্রে দক্ষ সানি কৌশল এনেছেন আকর্ষণ ও গভীরতা, যা জুটি হিসেবে তাঁদের রসায়নকে করেছে অন্যতম প্রধান আকর্ষণ।
জয়প্রদ দেশাই পরিচালিত এই ভিডিওর গল্প বলার ভঙ্গি ও মহারাষ্ট্র-গোয়ার মনোরম দৃশ্যপট মিলিয়ে তৈরি হয়েছে এক আবেগঘন অভিজ্ঞতা। সহযোগিতার অনুভূতি নিয়ে তানিয়া বলেন, সানির সহজাত অভিনয় তাঁকে মুগ্ধ করেছে। ফির আয়ি হাসিন দিলরুবা ছবিতে সানি ও দেশাইয়ের কাজ দেখে যে প্রশংসা করেছিলেন, এই প্রকল্পে তাঁদের সঙ্গে কাজ করাটা তাঁর জন্য বিশেষ অভিজ্ঞতা।
ফাহিম আব্দুল্লাহর আবেগময় কণ্ঠ, দৃষ্টিনন্দন ভিজ্যুয়াল আর নতুন এই জুটির প্রথম উপস্থিতি—সব মিলিয়ে মিউজিকপ্রেমীদের জন্য গানটি হয়ে উঠতে যাচ্ছে এক রোমান্টিক উপহার।
এসএন