ভারতের পেস আক্রমণের প্রধান ভরসা জাসপ্রিত বুমরাহকে এশিয়া কাপের বাকি ম্যাচগুলোতে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দলের সহকারী কোচ রায়ান টেন ডোশাট। যদিও আগামী মাসের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত।
পিঠের চোটের কারণে গত এক বছর ধরে বুমরাহর খেলার চাপ নিয়ন্ত্রিত রাখা হচ্ছে। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে ২-২ এ শেষ হওয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তিনি খেলেছেন মাত্র তিনটিতে।
এশিয়া কাপের বর্তমান ভারত আজ বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর শুক্রবার খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে এবং রবিবারের ফাইনালে খেলার সম্ভাবনাও আছে। এরপরই ২ অক্টোবর থেকে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ।
টেন ডোশাট বলেন, ‘আমি বলব, বুমরাহকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা খুবই কম। আগামী বৃহস্পতিবার থেকেই টেস্ট শুরু, তাই এটি আসলে তার কাজের চাপ সামলানোর জন্য ভালো প্রস্তুতিই বলা যায়। আমরা প্রতিটি ম্যাচে সেরা দল নিয়েই নামতে চাই, আর বুমরাহ অবশ্যই সেই পরিকল্পনার অংশ।’
এশিয়া কাপে এখন পর্যন্ত তিন উইকেট নিয়েছেন বুমরাহ। তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে উইকেটশূন্য থেকে ৪৫ রান খরচ করায় সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। তবে কোচের মতে, এটি খেলার অংশ।
তিনি যোগ করেন, ‘সবসময়ই সে উইকেট পাবে না বা কম রান দেবে না। আমরা এখন দুই পেসার ও বেশি স্পিনার নিয়ে নামাই সঠিক মনে করছি।’
টেন ডেশাট আরো বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে পাওয়ার প্লেতে টানা তিন ওভার বল করা অনেক চাপের। তবে আমরা মনে করি, টেস্ট ম্যাচের আগে এই কাজের চাপ যথাযথ, পাশাপাশি এশিয়া কাপের গুরুত্বও রয়েছে।’
ইএ/এসএন