এশিয়ান ফুটসাল বাছাই টুর্নামেন্টে শেষ ম্যাচেও হেরেছে বাংলাদেশ। আজ সংযুক্ত আরব আমিরাত ৮-২ গোলের ব্যবধানে বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে। ম্যাচের প্রথমার্ধে ১-১ গোলে সমতা ছিল।
ফুটসালে দুই অর্ধে বিশ মিনিট করে ম্যাচ হয়। ১১ মিনিটে আরব আমিরাত ম্যাচে লিড নেয়। পরের মিনিটে বাংলাদেশের মোস্তফা চৌধুরী গোল করে সমতা আনেন। এরপরের মিনিটে সংযুক্ত আরব আমিরাতের আলী ইব্রাহিম মোহাম্মদ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফুটসালে লাল কার্ডে দুই মিনিট মাঠের বাইরে থাকেন খেলোয়াড়।
১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে আমিরাত সাত গোল করে। এর বিপরীতে বাংলাদেশের মোস্তফা এক গোল পরিশোধ করেন। ফলে ৮-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
এশিয়ান কাপ বাছাইয়ের মধ্য দিয়ে বাংলাদেশের ফুটসাল অভিষেক হয়েছে। প্রথম ম্যাচে এশিয়ার ১৩ বারের চ্যাম্পিয়ন ইরানের বিপক্ষে ১২-০ গোলে হেরেছিল। পরের ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে ৮-১ গোলে পরাজয়। আজ গ্রুপের শেষ ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে প্রথমার্ধে সমতা রেখেও শেষ পর্যন্ত পয়েন্ট হাতছাড়া হয়েছে।
এবি/টিএ