এশিয়া কাপ ফাইনালে পাকিস্তান যেতে পারবে কি না, তা সময়ই বলে দেবে। আপাতত বাংলাদেশের বিপক্ষে ম্যাচে দলটির জয়ের কোনো বিকল্প নেই। সেমিফাইনালের তকমা পাওয়া সেই ম্যাচের আগে বাংলাদেশ দলকে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদি।
যদিও বাংলাদেশকে টাইগার নামে অভিহিত হতে শুনে শাহীন একটু অবাকই হলেন যেন। তবে এরপরই টাইগারদের ভাসালেন প্রশংসার সাগরে।
'টাইগার কৌন? ও আচ্ছা বাংলাদেশ, সরি'- এরপর শুধুই বাংলাদেশ প্রসঙ্গে শাহীন কণ্ঠে স্তুতি।
তিনি বলেন, 'বাংলাদেশ অনেক ভালো একটি দল। সাম্প্রতিক সময়ে অনেক ভালো ক্রিকেট খেলছে। ভালো দলের বিপক্ষে শুরু থেকে ভালো খেলতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই ভালো করতে হবে। এরপর পরের ম্যাচের (ফাইনাল) প্রসঙ্গ আসবে। এখন আমাদের সব মনোযোগ বাংলাদেশ ম্যাচে।'
এ সময় শাহীন জানান, বাংলাদেশের ম্যাচে ভালো করতে মুখিয়ে আছেন তারা। সাইম আইয়ুব, হারিস রউফের মতো পরীক্ষিত পারফর্মারদের ওপরই করছেন ভরসা।
'লাহোরে বাংলাদেশের বিপক্ষে হারিস রউফ দারুণ খেলেছিল। সাইমও একদিকে না একদিকে ভালো করছে। ওরাই আমাদের মূল খেলোয়াড়।
সবাই-ই আমাদেরই খেলোয়াড়। এত চেষ্টা করছে নিজের শতভাগ দেওয়ার জন্যই। সে ম্যাচসেরা হওয়ার অপেক্ষা করছে।'
মূলত বোলার হলেও ইদানীং ব্যাট হাতেও শাহীন রাখছেন দারুণ অবদান। ব্যাট হাতে নিজের নৈপুণ্য নিয়ে বলতে গিয়ে শাহীন জানান, 'ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- যেখানেই সুযোগ হয় শতভাগ দেওয়া আমার কাজ। এজন্য আমি অসুস্থ হয়ে যাই বা ইঞ্জুরড হয়ে যাই তাতে কিছু যায় আসে না। শাহীন পাকিস্তানের হয়ে খেললে জান দিয়ে দিবে।'
এমআর