সুপারস্টার রজনীকান্তের ভক্তদের জন্য এসেছে বড় খবর। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জেলার ২’ এর মুক্তির তারিখ। আগামী ১২ জুন, ২০২৬ সালে ছবিটি একযোগে মুক্তি পাবে সারা বিশ্বে।
সম্প্রতি রজনীকান্তের ‘কুলি’ ছবিটি বিশ্বব্যাপী ৫০০ কোটির বেশি আয় করে ঝড় তোলে বক্স অফিসে। সেই সফলতার রেশ কাটতে না কাটতেই তিনি ফিরছেন তার জনপ্রিয় চরিত্র অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার মুতুভেলের ভূমিকায়। ছবিটি পরিচালনা করছেন আগের মতোই নেলসন দিলীপকুমার।
প্রথম ‘জেলার’ ছবিটি শেষ হয়েছিল আবেগঘন মোড়ে। সেখানে দেখা যায়, মুতুভেল নিজ হাতে তার ছেলেকে ধরিয়ে দেন, পরে পুলিশ গুলিতে মারা যায় সেই ছেলে। এই করুণ সমাপ্তিই ভক্তদের মনে রেখে গিয়েছিল গভীর প্রত্যাশা এর পর কী হবে? সেখান থেকেই শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায়।
রজনীকান্তের মহাকাব্যিক পর্দা উপস্থিতি আর নেলসনের গল্প বলার মুন্সিয়ানায় ‘জেলার ২’ হয়ে উঠেছে ২০২৬ সালের সবচেয়ে আলোচিত ছবিগুলোর একটি। দক্ষিণ ভারত থেকে শুরু করে বিশ্বজুড়ে দর্শকরা তাই দিন গুনছেন মুক্তির জন্য।