বলিউডের স্টাইল আইকন রণবীর সিং সম্প্রতি কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। গত কয়েক মাসে তিনটি বড় প্রজেক্ট থেকে তিনি সরিয়ে দেওয়ার খবর শোনা গেছে, যা দর্শক ও ভক্তদের মধ্যে বিস্ময় সৃষ্টি করেছে।
প্রথমে শোনা যায়, ভারতের অন্যতম সুপারহিরো ছবি ‘শক্তিমান’ বাতিল হয়েছে। পরিচালক বাসিল জোসেফের সঙ্গে সৃজনশীল দ্বন্দ্বের কারণে ছবির কাজ থেমে গেছে। এরপর সঞ্জয় লীলা ভানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ প্রজেক্টেও রণবীরের জায়গায় অন্য একজন অভিনেতাকে নেওয়া হয়। সর্বশেষ, হানুম্যান খ্যাত প্রশান্ত ভার্মার পরিচালিত ‘ব্রহ্মা রাক্ষস’ ছবিতে তিনি সৃজনশীল মতবিরোধের কারণে পদত্যাগ করেন।
এই ধারাবাহিক পরিবর্তনগুলো রণবীরের ক্যারিয়ার নিয়ে জল্পনা তৈরি করেছে। তবে ভক্তদের আশা জাগাচ্ছে যে তিনি খুব শীঘ্রই বড় পর্দায় ফিরবেন। পরিচালক ফারহান আখতার পরিচালিত ‘ডন ৩’ ছবিতে রণবীর শীঘ্রই শুটিং শুরু করতে যাচ্ছেন। আশা করা হচ্ছে, এই প্রজেক্ট তার অভিনয় জীবনে নতুন শক্তি এবং সাফল্য ফিরিয়ে দেবে।
এমকে/এসএন