বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান আবারও বিতর্কের কেন্দ্রে এসেছেন। সম্প্রতি তিনি হোলিউড অভিনেত্রী সিডনি স্যুইনির একটি ভাইরাল পোস্টে লাইক এবং মন্তব্য “পারফেক্ট” করেছেন। সিডনি স্যুইনি শীঘ্রই ভারতীয় সিনেমায় অভিষেক করতে যাচ্ছেন, আর পোস্টে তার সাহসী লুক দেখেই বরুণের প্রতিক্রিয়া প্রকাশ পেয়েছে।
তবে এই মন্তব্য সামাজিক মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। অনেকে সমালোচনা করেছেন, বরুণ একজন বিবাহিত ও পিতার অবস্থায় এই ধরনের মন্তব্য করা অনুচিত বলেই দাবি করেছেন। পরবর্তীতে বরুণ তার মন্তব্য মুছে ফেলেন এবং লাইকও সরান। তবুও স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়, যা আরও বিতর্কের জন্ম দেয়। অন্যদিকে অনেক ভক্ত তাকে সমর্থন জানিয়ে বলেছেন, তার প্রতিক্রিয়া মোটেও খারাপ কিছু নয়, বরং সিডনি স্যুইনির ভারতীয় সিনেমায় অভিষেকের উত্তেজনা প্রকাশ মাত্র।
এদিকে বরুণ এখন তার আসন্ন ছবি ‘সানি সংস্কারী কি তুলসি কুমারী’ নিয়ে মনোযোগী। ছবিটি প্রযোজনা করছে ধরম প্রোডাকশন, পরিচালনা করছেন শশাঙ্ক খৈতান। সঙ্গে আছেন জনভি কাপুর, রোহিত সরাফ, সানিয়া মালহোত্রা ও মানীশ পল।
এমকে/এসএন