ভারতীয় সিনেমায় আবারও বড়সড় চমক নিয়ে হাজির হচ্ছেন ন্যাচারাল স্টার নানি। দাসরা ছবির সাফল্যের পর পরিচালক শ্রীকান্ত ওডেলার সঙ্গে ফের জুটি বেঁধেছেন তিনি। তাঁদের নতুন ছবি দ্য প্যারাডাইস নিয়ে ইতিমধ্যেই দর্শকমহলে তৈরি হয়েছে তুমুল আগ্রহ।
ছবিটির প্রচারণায় এবার যুক্ত হলো নতুন মাত্রা। প্রকাশ করা হয়েছে দক্ষিণের বর্ষীয়ান অভিনেতা মোহন বাবুর প্রথম ঝলক। শুরুটা হয়েছিল প্রতীকী এক পোস্টার দিয়ে- চারমিনারের আকাশে কাক ও টিয়াপাখির সংঘর্ষের ছবি। এরপরই সামনে আসে মোহন বাবুর আগুনঝরা লুক। হাতে বন্দুক, মুখে তীব্র দৃষ্টি- যেন শক্তি ও হুমকির মিশ্রণ। এই ছবিতে তিনি অভিনয় করছেন ‘শিকাঞ্জা মালিক’ চরিত্রে, যে একদিকে নায়ক আবার অন্যদিকে ভয়ঙ্কর খলনায়ক।
প্রথম লুক প্রকাশ করে নানি লিখেছেন, “নায়কও তিনি, খলনায়কও তিনি। তার চেয়েও অনেক বেশি কিছু। আবারও প্রমাণ করবেন কেন তিনি মহান মোহন বাবু। স্বাগতম দ্য প্যারাডাইস-এ।”
এসএলভি সিনেমাজ ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন সুধানকর চেরুকুরি। এতে আরও অভিনয় করেছেন কিল খ্যাত রাঘব জুয়াল। আগামী ২৬ মার্চ ২০২৬ ছবিটি মুক্তির ঘোষণা দিয়েছে নির্মাতারা। নানি ও শ্রীকান্ত ওডেলার এ নতুন উদ্যোগ ঘিরে বাংলাদেশসহ উপমহাদেশের দর্শকের প্রত্যাশা এখন আকাশছোঁয়া।
কেএন/টিএ