প্রায় ২০ বছর একসাথে থাকার পর আলাদা হচ্ছেন অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান ও চারবারের গ্র্যামি বিজয়ী কান্ট্রি গায়ক কিথ আরবান — এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এই তারকা জুটি ২০০৬ সালের জুনে বিয়ে করেছিলেন। তাদের দুই কন্যা সন্তান রয়েছে — সানডে রোজ (১৭) এবং ফেইথ মার্গারেট (১৪)।
তারা গত গ্রীষ্ম থেকেই আলাদা বসবাস করছেন। সূত্র বলছে, কিডম্যান এই বিচ্ছেটি চান না। যদিও বিচ্ছেদের কারণ এখনও স্পষ্ট নয়।
অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা এই দম্পতির সম্পর্ক নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গেছে। বিয়ের কয়েক মাস পরই আরবান মাদক ও অ্যালকোহল আসক্তির কারণে পুনর্বাসনে ভর্তি হন। কিডম্যান ও তার বন্ধুদের হস্তক্ষেপেই তিনি সহায়তা পান।
২০১০ সালে ‘দ্য অপরা উইনফ্রে শো’-তে আরবান বলেছিলেন, ‘সবকিছু যেন আমাদের এক করে দেয়ার জন্যই ঘটছিল। নিক আমাকে অনেক কিছু শিখিয়েছে।’
চলতি বছরের মে মাসেও তাদের একসাথে দেখা যায়, যখন কিথ আরবান এসিএম অ্যাওয়ার্ডসে সম্মাননা পান। জুন মাসেও তারা ন্যাশভিলের একটি ফুটবল ম্যাচে একসাথে ছিলেন।
উল্লেখ্য, কিডম্যান এর আগে টম ক্রুজের সঙ্গে ১০ বছরেরও বেশি সময় সংসার করেছিলেন।
ইএ/টিকে