টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবার ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। দুজনের সম্পর্কের এক বছর পূর্তি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু বিশেষ মুহূর্ত শেয়ার করেছেন দেবমাল্য।
ছবিগুলোতে কখনও গাড়ির ভেতরে, কখনও শাড়ির সাজে মধুমিতা ঝলমল করছিলেন। ক্যাপশনে দেবমাল্য লিখেছেন ভালোবাসা, শান্তি আর উন্মাদনার গল্প। জবাবে অভিনেত্রীও লিখেছেন, ‘হ্যাপি অ্যানিভার্সারি বেবি’।
ভক্তরাও কমেন্টে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন এই জুটিকে।
এখন সবার অপেক্ষা তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপের- আসন্ন বিয়ে। জানা গেছে, পূজার পরই শুরু হবে মধুমিতা-দেবমাল্যের নতুন যাত্রা। ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের উচ্ছ্বাস তাই চোখে পড়ার মতো।
কেএন/টিএ