শারদীয় দুর্গোৎসবে টলিপাড়ায় জমজমাট উৎসবের আমেজ। এর মাঝেই নতুন করে আলোচনায় এসেছেন জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। পূজার সপ্তমীতে অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর একাধিক ছবি প্রকাশ্যে আসতেই গুঞ্জন ছড়িয়ে পড়েছে—সৃজিত নাকি নতুন সম্পর্কে জড়িয়েছেন! ছবিতে দেখা যায়, পূজা মণ্ডপে একসঙ্গে হাজির এই দুজন।
মিলিয়ে পরেছেন পোশাক, একে অপরের দিকে তাকিয়ে হাসছেন, আবার সৃজিতকে দেখা গেছে সুস্মিতার ছবি তুলতে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবির ক্যাপশনে নির্মাতার লেখা—‘শুভ সপ্তমী’।
অন্যদিকে, একই সময়ে আলোচনায় উঠে এসেছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের এক পডকাস্টে ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন তিনি। মিথিলার ভাষায়, ‘২৪-এর জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি কলকাতা যাইনি। কারণ আমার ভিসা নেই।’
এই বক্তব্য ঘিরেই নতুন প্রশ্ন উঠেছে—তাহলে কি সৃজিত-মিথিলার সম্পর্কে সত্যিই ভাঙন ধরেছে?
মিথিলার কাছে সরাসরি জানতে চাওয়া হয়—সৃজিত এখনও তাঁর স্বামী কি-না। কিছুটা এড়িয়ে গিয়ে তিনি বলেন, ‘এটা যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলব না।’ তবে আবার যোগ করেন, ‘হ্যাঁ, পাসপোর্টে তার নামটিও রয়েছে।’
এমন মন্তব্য আর পরিস্থিতির ফাঁক গলে নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন। কেউ বলছেন ‘সম্পর্কের টানাপোড়েন চরমে’, আবার কেউ ধারণা করছেন ‘দুজনের ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে’।
এসএন