গুগলের সতর্কবার্তা

নির্বাহীদের কাছে হ্যাকারদের চাঁদাবাজির ইমেইল

বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল সতর্ক করেছে যে, একদল হ্যাকার সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নির্বাহীদের লক্ষ্য করে চাঁদাবাজির ইমেইল পাঠাচ্ছে। এসব ইমেইলে দাবি করা হচ্ছে যে, তারা ওরাকলের ই-বিজনেস সুইট থেকে সংবেদনশীল তথ্য হাতিয়ে নিয়েছে এবং তা ফেরত পেতে প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে।

আক্রমণের পেছনে কারা?

গুগল জানায়, এই আক্রমণের পেছনে র‍্যানসমওয়্যার গোষ্ঠী ক্লপ থাকতে পারে। তবে সংস্থাটি পরিষ্কারভাবে জানিয়েছে, এখনও পর্যন্ত পর্যাপ্ত প্রমাণের অভাবে এই দাবির সত্যতা যাচাই করা যায়নি।

ক্লপ আগে থেকেই বিশ্বব্যাপী কুখ্যাত। তারা একাধিকবার বড় বড় প্রতিষ্ঠানের সার্ভার হ্যাক করে তথ্য চুরি এবং মুক্তিপণ দাবি করেছে। ২০২৩ সালে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি প্রতিষ্ঠানের ওপর পরিচালিত আক্রমণের জন্যও এই গোষ্ঠীকে দায়ী করা হয়েছিল।
কীভাবে হচ্ছে এই ইমেইল চাঁদাবাজি

গুগল থ্রেট ইন্টেলিজেন্স গ্রুপ জানায়, এই ইমেইল অভিযানটি শুরু হয় গত জুন মাসে এবং এখন তা “হাই-ভলিউম” বা ব্যাপক পরিসরে বিস্তৃত হয়েছে। হ্যাকাররা হারানো বা চুরি হওয়া তৃতীয় পক্ষের ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে এসব বার্তা পাঠাচ্ছে। বার্তাগুলোতে বলা হচ্ছে, ভুক্তভোগীদের সংবেদনশীল ব্যবসায়িক ও গ্রাহক তথ্য তাদের কাছে রয়েছে। নির্দিষ্ট অঙ্কের অর্থ উল্লেখ না করে, সরাসরি যোগাযোগ করতে বলা হচ্ছে। ইমেইলের যোগাযোগ ঠিকানাগুলো ক্লপ গোষ্ঠীর পরিচিত তথ্য ফাঁস সাইটের সঙ্গে মিলে গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এসব ইমেইলে ব্যাকরণগত ভুল ও দুর্বল ভাষা ব্যবহৃত হয়েছে, যা আসল করপোরেট ইমেইল থেকে আলাদা করা তুলনামূলক সহজ।

ওরাকলের আগের দুর্বলতা

ওরাকল সম্প্রতি একাধিকবার সাইবার আক্রমণের শিকার হয়েছে। ২০২৫ সালের মার্চে একটি বড় ধরনের হ্যাকিং ঘটনায় গ্রাহক লগইন তথ্য চুরি হয়েছিল। তখন তদন্তে যুক্ত হয়েছিল মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এবং সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্রাউডস্ট্রাইক। এর আগেও, ওরাকল তাদের ডেটা লঙ্ঘনের ঘটনা প্রকাশ্যে স্বীকার করেছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই দুর্বলতার সুযোগ নিয়েই হ্যাকাররা নতুন করে চাপ সৃষ্টি করছে।

গুগল বলেছে, তারা এই ঘটনার যথাযথ অনুসন্ধান চালাচ্ছে তবে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না যে হ্যাকারদের দাবিগুলো সত্য। প্রতিষ্ঠানটি এটিকে “উচ্চ-ঝুঁকিপূর্ণ সাইবার প্রচারণা” হিসেবে অভিহিত করেছে।
সাইবারসিকিউরিটি বিশেষজ্ঞরা নির্বাহী ও বড় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সতর্ক করে কিছু পরামর্শ দিয়েছেন—

অচেনা প্রেরকের ইমেইলে ক্লিক না করা।

সন্দেহজনক ইমেইল পেলে তাৎক্ষণিকভাবে আইটি বিভাগকে জানানো।

প্রতিষ্ঠানজুড়ে কর্মীদের সাইবার নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি করা।

মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন এবং শক্তিশালী পাসওয়ার্ড নীতিমালা অনুসরণ করা।

প্রযুক্তি ও আর্থিক খাতের শীর্ষ নির্বাহীদের লক্ষ্য করে এই ধরনের চাঁদাবাজি অভিযান শুধু প্রতিষ্ঠানগুলোকেই নয়, বরং বৈশ্বিক অর্থনীতি ও তথ্য-নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলতে পারে। বিশেষ করে বহুজাতিক কোম্পানি ও ব্যাংকগুলোতে যদি এ ধরনের আক্রমণ কার্যকর হয়, তবে তা কোটি কোটি গ্রাহকের ব্যক্তিগত ও আর্থিক তথ্যকে হুমকির মুখে ফেলবে।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
এমসিসির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন স্মিথ Oct 02, 2025
img
ফেনীতে বাস উল্টে নিহত ৩ জন Oct 02, 2025
img
বাঙালি ভালোবাসে অসহায়কে, ভালোবাসে নির্যাতিতকে : মাসুদ কামাল Oct 02, 2025
img
আমরা ইন্টারনেট বন্ধ করিনি : তালেবান Oct 02, 2025
img
পরিবারকে সঙ্গে নিয়েই জন্মদিন পালন করেন জেমস! Oct 02, 2025
img
খুলনায় নদী বন্দরে ১ নম্বর সংকেত, প্রতিমা বিসর্জনে থাকছে বাড়তি সতর্কতা Oct 02, 2025
img

নারী ওয়ানডে বিশ্বকাপ

বিশ্বকাপে আজ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ Oct 02, 2025
img

মৎস্য উপদেষ্টা

ইলিশের রাস্তাগুলো ভরাট হয়ে গেছে, তাই কম পেয়েছি Oct 02, 2025
img
কাঁচপুর ব্রিজে গাড়িচাপায় ২ জনের প্রাণহানি Oct 02, 2025
img
নিষেধাজ্ঞা তোলার বিষয়ে ড. ইউনূসের জবাবটা আরো ভালো হতে পারত : জাহেদ উর রহমান Oct 02, 2025
img
তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি: হুমায়ুন কবীর Oct 02, 2025
img

জিল্লুর রহমান

জুলাই ২০২৪-এ রাজপথের তরঙ্গ রাষ্ট্রকে নতুন করে ভাবার আমন্ত্রণ Oct 02, 2025
img
ইথিওপিয়ায় গির্জার অস্থায়ী নির্মাণকাঠামো ভেঙে ৩৬ জনের প্রাণহানি Oct 02, 2025
img
দেশকে রক্ষায় ড. ইউনূস শিরদাঁড়া শক্ত করে দাঁড়িয়েছেন : জাহেদ উর রহমান Oct 02, 2025
img

গুগলের সতর্কবার্তা

নির্বাহীদের কাছে হ্যাকারদের চাঁদাবাজির ইমেইল Oct 02, 2025
img
গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল সমুদ্র Oct 02, 2025
img
এনসিপির কুষ্টিয়া জেলা কমিটি থেকে ২ নেতার পদত্যাগ Oct 02, 2025
img
সাংবাদিকদের লাঞ্ছিতের অভিযোগ, এনসিপির সংবাদ সম্মেলন বয়কট Oct 02, 2025
img
সতীর্থ হিসেবে বিদেশি তারকারাও এখন সাকিব-তাসকিনদের দলে Oct 02, 2025
img
নারী সাংবাদিককে হেনস্তা, ২ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা Oct 02, 2025