দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৫ অক্টোবর) সবগুলো মূল্যসূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন বেলা ১২টা পর্যন্ত যে কয়টি শেয়ার ও ইউনিটের দাম কমেছে, তার চেয়ে প্রায় তিন গুণ বেশি সংখ্যকের দাম বেড়েছে। এই সময়ে এক্সচেঞ্জটির লেনদেন হয়েছে প্রায় ২৭৬ কোটি টাকার সিকিউরিটিজ।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর শরীয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ১৭৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯৫ পয়েন্ট হয়েছে।
প্রথম দুই ঘণ্টায় ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৪৪টির। বিপরীতে কমেছে ৮৩টির। আর ৬৪টির দর অপরিবর্তিত ছিল। বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে মোট ২৭৫ কোটি ৫০ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এক্সচেঞ্জটিতে সর্বশেষ লেনদেন হয় গত ৩০ সেপ্টেম্বর। ওইদিন প্রথম দুই ঘণ্টায় এক্সচেঞ্জটিতে লেনদেন হয়েছিল প্রায় ৩১৫ কোটি টাকার শেয়ার ও ইউনিট।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রথম দুই ঘণ্টার লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসির শেয়ার। এই সময় পর্যন্ত কোম্পানিটির মোট ১২ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার (সবশেষ কার্যদিবস) এই সময় পর্যন্ত ১৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকায় শীর্ষে ছিল রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) প্রথম দুই ঘণ্টায় সবগুলো সূচক বেড়েছে। এর মধ্যে সিএএসপিআই সূচক ১০৮ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৮৮ পয়েন্ট হয়েছে। আর সিএসসিএক্স সূচকটি ৬১ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৩২৬ পয়েন্টে উঠেছে।
এসময় পর্যন্ত সিএসইতে মোট ১২১টি প্রতিষ্ঠানের সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ৩৯টির, আর ১১টির দর অপরিবর্তিত রয়েছে। প্রথম দুই ঘণ্টায় এক্সচেঞ্জটিতে লেনদেন হয়েছে ২ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট। মঙ্গলবার এই সময়ে লেনদেন হয়েছিল ২ কোটি ৯৪ লাখ টাকার সিকিউরিটিজ।
এসএস/টিএ