আওয়ামী লীগ কি ভারতে গিয়ে কালো জাদু শিখে ফেলল- এমন প্রশ্ন করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তিনি বলেন, এই বাংলাদেশের সবচেয়ে সাহসী মানুষকেও যদি কালো জাদুর ভয় দেখান, তিনি ভয়ে কম্পমান হবেন। বাংলাদেশে জীন এবং ভূত এগুলোতে বিশ্বাস করে না, এরকম একটি লোকও খুঁজে পাবেন না। তো জীন-ভূতের যে ভয় সেটি এখন আওয়ামী লীগের রাজনীতির ওপর ভর করেছে।’
নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিওবার্তায় রনি বলেন, ‘হঠাৎ করে আওয়ামী লীগ মানুষের মনে আতঙ্ক জাগাচ্ছে? কথায় কথায় আওয়ামী লীগকে নিয়ে আলোচনা করতে হচ্ছে। কিন্তু কেন?
তিনি বলেন, ‘আওয়ামী লীগের বড় বড় নেতারা এখন ত্রিপুরা, আসাম, নাগাল্যান্ড, মিজোরাম, কলকাতা, দিল্লিসহ বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছেন। এখন তারা যে কামরূপ কামাখ্যা গিয়ে কালো জাদু শিখছেন না, আর সেই কালো জাদুর প্রভাবে আমাদেরকে ভয় দেখাচ্ছেন না; এ কথাটা আপনি আমি কি করে বুঝব? এর কারণ হলো, আমরা তো এখন আওয়ামী লীগকে ভয় পাচ্ছি।’
‘যে আওয়ামী লীগ আজ থেকে ছয় মাস আগে একটা মিছিল করা তো দূরের কথা, কোনো কিছু করতে সাহস পেত না; উল্টো এখন তারা একটার পর একটা ঝটিকা মিছিল করে যাচ্ছে।
আর আমরা তাদের ভয়ে থরথর করে কাঁপছি। আমাদের পুলিশ ভয় পাচ্ছে, আমাদের মিলিটারি ভয় পাচ্ছে। মানে কে না ভয় পাচ্ছে? ৫০০০ টাকা করে পুরস্কার ঘোষণা করেও তাদেরকে ধরা যাচ্ছে না। যদি জাদু লেগে যায়, যদি হাত পা অবশ হয়ে যায়, যদি শরীরে গুটি বসন্ত উঠে যায়; এরকম নানারকম আতঙ্ক।’
রনি প্রশ্ন করে বলেন, ‘কালো জাদুর আতঙ্ক মানে বিরাট ব্যাপার। সম্পর্ক নষ্ট হয়ে যায়, চাকরি যদি হারিয়ে ফেলি। কালো জাদুর প্রভাবে এরকম কোনো মিথ যদি না থাকে, তাহলে কেন আওয়ামী লীগের মিছিল বন্ধ করা যাচ্ছে না, আওয়ামী লীগের আতঙ্ক কেন কাটানো যাচ্ছে না?’
ইএ/টিএ