দক্ষিণ ভারতের তারকা ধানুশ যেন একাই নতুন সংজ্ঞা দিচ্ছেন পরিশ্রম আর ধারাবাহিকতার। মাত্র আট মাসের ব্যবধানে চারটি ছবির মুক্তি- এমন দৃষ্টান্ত বর্তমান ভারতীয় চলচ্চিত্রে বিরলই বলা যায়। জুনে মুক্তি পেয়েছে ‘কুবেরা’, যা বাণিজ্যিকভাবে সফল হওয়ার পাশাপাশি সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে।
এরপর অক্টোবরেই আসছে তার পরবর্তী ছবি ‘ইডলি কড়াই’, নভেম্বর মাসে ‘তেরে ইশ্ক মেঁ’ এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘ডি৫৪’।
যেখানে অধিকাংশ তারকা বছরে একটি বা দুটি ছবিতে মনোযোগ দেন, সেখানে ধানুশ যেন নিজের গতিতে ছুটছেন আরও দূর। নানা ঘরানার গল্পে- গভীর সামাজিক নাটক থেকে শুরু করে রোমান্টিক অনুভব- সবখানেই তিনি নিজের অভিনয় শক্তি দিয়ে ছুঁয়ে যাচ্ছেন দর্শকের মন।
বর্তমানে মারি সেলভারাজ, ভেট্রিমারান, এইচ. ভিনোথ ও ওম রাউতের মতো খ্যাতনামা পরিচালকদের সঙ্গে একাধিক প্রজেক্টে যুক্ত আছেন তিনি। প্রতিটি ছবিতেই আলাদা ধাঁচ, ভিন্ন আবহ, আর তার মধ্যেই ধানুশ খুঁজে নিচ্ছেন নিজের অভিনয়যাত্রার নতুন অধ্যায়।
অভিনয়ের প্রতি তাঁর শৃঙ্খলা, সময়জ্ঞান ও সৃষ্টিশীলতার অদম্য উৎসর্গই যেন প্রমাণ করছে- কেন তিনি আজও ভারতের অন্যতম শ্রদ্ধেয় ও বহুমুখী অভিনেতা। দর্শকরা এখন অপেক্ষায়, পরের আট মাসে পর্দায় ধানুশ কী নতুন বিস্ময় নিয়ে হাজির হন।
কেএন/টিকে