উপদেষ্টাদের সেফ এক্সিট প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলামের বক্তব্যকে ‘রাজনৈতিক’ বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ। তিনি একাত্তরকে বলেন, উপদেষ্টাদের সেফ এক্সিটের দরকার আছে বলে মনে করি না।
সোমবার (৬ অক্টোবর) এবিষয়ে উপদেষ্টার কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে একাত্তরকে তিনি বলেন, একটি বিশেষ পরিস্থিতিতে এই সরকার দায়িত্ব নিয়েছে। উপদেষ্টাদের সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থানের দরকার নেই।
১৪ মাসে নিজের মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি নিয়ে কতোটা সন্তুষ্ট, কিংবা নির্বাচনের পরিবেশ কতোটা তৈরি হলো জানতে চাইলে উপদেষ্টা বলেন, নির্বাচনের পরিবেশ এখনও তৈরি হয়নি। নির্বাচন কমিশন দক্ষ, আগামী পাঁচ মাস সময়ে নির্বাচনের পরিবেশ তৈরি হবে।
এর আগে উপদেষ্টাদের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ, সেই সঙ্গে সেফ এক্সিট প্রসঙ্গে একাত্তরের সঙ্গে কথা বলেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম। সেই সময় নাহিদ বলেন, উপদেষ্টা পরিষদের অনেককেই বিশ্বাস করাটা ছিলো অনেক বড় ভুল। তাদের প্রতি আস্থা রেখে প্রতারিত হয়েছি।
ইউটি/টিএ