সেপ্টেম্বরে ফের বেড়েছে মূল্যস্ফীতি

চলতি অর্থবছরের আগস্টে দেশের মূল্যস্ফীতি কিছুটা কমেছিল। কিন্তু এক মাস বাদে আবারও বেড়েছে মূল্যস্ফীতি। সেপ্টেম্বরে দেশের মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ৮ দশমিক ৩৬ শতাংশ হয়েছে। গত আগস্টে তা ছিল ৮ দশমিক ২৯ শতাংশ । এ মাসে দেশের খাদ্য ও খাদ্যবহির্ভূত দুই খাতের পণ্যেই দাম বেড়েছে। এ সময় শহরের তুলনায় গ্রামাঞ্চলের মানুষের জীবনযাত্রার ব্যয় বেশি হয়েছে। শহরের তুলনায় গ্রামেই বেশি দামে পণ্য কিনতে হয়েছে।

সোমবার (০৬ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত মাসিক ভোক্তা মূল্য সূচকে (সিপিআই) মূল্যস্ফীতির এসব তথ্য উঠে এসেছে। সিপিআই তথ্য থেকে দেখা যায়, সেপ্টেম্বর মাসে দেশের গড় মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ৮ দশমিক ৩৬ শতাংশে দাঁড়িয়েছে। মূল্যস্ফীতি ৮ দশমিক ৩৬ শতাংশের অর্থ হলো ২০২৪ সালের সেপ্টেম্বরে যে পণ্য ১০০ টাকায় কিনতে হয়েছিল, গত সেপ্টেম্বরে তা কিনতে হয়েছে ১০৮ টাকা ৩৬ পয়সায়। এসব পণ্য গত আগস্টের তুলনায় বেশি দামে কিনতে হয়েছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, গত অর্থবছরে গড় মূল্যস্ফীতি ১০ শতাংশের বেশি ছিল। চলতি ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৫ শতাংশের মধ্যে রাখার কথা বলা হয়েছে। সে লক্ষ্যে সংকোচনমূলক মুদ্রানীতিও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ঘোষিত মুদ্রানীতি অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) জন্য লক্ষ্যমাত্রা ছিল গড় মূল্যস্ফীতিকে ৬.৫০ শতাংশে নামিয়ে আনা। তবে, মূল্যস্ফীতি এখনো লক্ষ্যমাত্রার ওপরে থাকায় এই অর্থবছরের জন্য এই লক্ষ্য পূরণ করা কঠিন বলে মনে করা হচ্ছে।

সিপিআই তথ্য বিশ্লেষণে দেখা যায়, সেপ্টেম্বর মাসে দেশের খাদ্য মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ৭ দশমিক ৬৪ শতাংশে দাঁড়িয়েছে, যেটি আগস্টেও ছিল ৭ দশমিক ৬ শতাংশ। এ সময় দেশের খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতিও বেড়ে ৮ দশমিক ৯৮ শতাংশে দাঁড়িয়েছে। এ খাতের মূল্যস্ফীতি আগের মাসেও ছিল ৮ দশমিক ৯ শতাংশ।

সরকারের নানা পদক্ষেপের পরও দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। অন্যদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি মূল্যস্ফীতি এখন বাংলাদেশে। ভারতে বর্তমানে মূল্যস্ফীতি ২ দশমিক শূন্য ৭, পাকিস্তানে ৫ দশমিক ৬ শতাংশ, শ্রীলঙ্কায় ১ দশমিক ৫ শতাংশ, নেপালে ১ দশমিক ৬৮ শতাংশ, আফগানিস্তানে ২ দশমিক ২ শতাংশ, মালদ্বীপে ৪ দশমিক ৬ শতাংশ এবং ভূটানে ৩ দশমিক ৬ শতাংশ।

সর্বশেষ এ মাসে শহরের তুলনায় গ্রামাঞ্চলের মানুষের জীবনযাত্রার ব্যয় বেশি হয়েছে। এ মাসে শহরের তুলনায় গ্রামেই বেশি দামে পণ্য কিনতে হয়েছে। এ সময় গ্রাম এলাকায় গড় মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৪৭ শতাংশে দাঁড়িয়েছে, শহর এলাকায় তা ৮ দশমিক ২৮ শতাংশে নেমেছে। তবে গ্রামাঞ্চলের মানুষ খাবারের তুলনায় খাদ্যবহির্ভূত পণ্যের কেনাকাটায় বেশি কষ্ট করতে হয়েছে। সেপ্টেম্বরে গ্রাম এলাকায় খাদ্য পণ্যের মূল্যস্ফীতি ৭ দশমিক ৫৪ শতাংশ, খাদ্যবহির্ভূত পণ্যের ৯ দশমিক ৪ শতাংশ। একই সময়ে শহরের নাগরিকদের খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৯৪ শতাংশ, খাদ্যবহির্ভূত পণ্যে ৮ দশমিক ৫১ শতাংশ।

তবে একক মাস হিসেবে মূল্যস্ফীতি বাড়লেও গত বছরের সেপ্টেম্বর মাসের তুলনায় চলতি বছরের সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি কমেছে ১ দশমিক ৫৬ শতাংশ। গত বছরের সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৯২ শতাংশ। এর মধ্যে খাদ্যে মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৪০ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৫০ শতাংশ।

তার আগের বছর ২০২৩ সালে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৬৩ শতাংশ। খাদ্যে মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৩৭ শতাংশ আর খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ৮২ শতাংশ। ২০২২ সালে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১০ শতাংশ। খাদ্যে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ০৮ শতাংশ আর খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১৩ শতাংশ।

ইউটি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
দেশকে ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত করেছে অন্তর্বর্তী সরকার: আসিফ নজরুল Jan 10, 2026
img
তিনটি বড় রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় কোহলি Jan 10, 2026
img
নওগাঁয় আ.লীগ নেতা তোজাম্মেল গ্রেপ্তার Jan 10, 2026
img
নির্বাচনী প্রস্তুতিতে বিএনপি থেকে জামায়াত ও এনসিপির জোট অনেক এগিয়ে: নাহিদ ইসলাম Jan 10, 2026
img
মতপার্থক্য থাকলেও যেন মতবিভেদ না হয় : তারেক রহমান Jan 10, 2026
img
২০২৫ সালে সড়কে ঝরেছে ৭৩৫৯ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন Jan 10, 2026
img
বাংলাদেশের ম্যাচ সরানো ভারতের এখতিয়ারে পড়ে না: বিসিসিআই সেক্রেটারি Jan 10, 2026
img
‘পরাণ’ ও ‘দামাল’র পর আবারও আসছে রাজ-মিম জুটি Jan 10, 2026
img
এবার মেক্সিকোতে সামরিক অভিযানের চালানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প Jan 10, 2026
img
আমাকে মাননীয় বলবেন না, সাংবাদিকদের উদ্দেশে তারেক রহমান Jan 10, 2026
img
একটি পূর্ণাঙ্গ গানের শুটিং মাত্র এক টেকে সম্পন্ন করে রেকর্ড গড়ল ‘পিনিক’ সিনেমা Jan 10, 2026
img
ব্যাটিংয়ে নামার আগে সাইফকে জেরা, বিসিবি ইন্টিগ্রিটি ইউনিটের বিরুদ্ধে ক্ষোভ মিথুনের Jan 10, 2026
img
ব্যাংকের সুদের হার এখনই কমানো সম্ভব নয় : অর্থ উপদেষ্টা Jan 10, 2026
img
নির্বাচন নস্যাৎ করতে কঠিন ষড়যন্ত্র চলছে: হাবিবুর রশিদ হাবিব Jan 10, 2026
img
হলুদের সাজে নজর কাড়লেন অভিনেত্রী বুবলী Jan 10, 2026
img
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ Jan 10, 2026
img
আপনাদের বিষ কথায় আমাকে মেরে ফেলবেন না প্লিজ!: দেবলীনা নন্দী Jan 10, 2026
img
বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে নীরবতা ভাঙল ভারতীয় বোর্ড Jan 10, 2026
img
রাশিয়া ও চীনকে ঠেকাতে গ্রিনল্যান্ডের দিকে চোখ ট্রাম্পের Jan 10, 2026
img
প্রার্থিতা ফিরে পাওয়ার পর ফেসবুকে তাসনিম জারার স্ট্যাটাস Jan 10, 2026