অভিনেত্রী সাহের বাম্বা সম্প্রতি নেটফ্লিক্সের আলোচিত সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এ করিশ্মা তলওয়ার চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শক-সমালোচকের প্রশংসা কুড়িয়েছেন। এবার তিনি জানালেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের পরিচালনায় কাজ করার অভিজ্ঞতার কথা।
এক সাক্ষাৎকারে সাহের বলেন, অডিশনের দিনই বুঝেছিলেন, আরিয়ান শুধু পরিচালক নন, বরং একনিষ্ঠ গল্পবলিয়ে। তিনি বলেন, “অডিশনের সময় তিনি প্রতিটি চরিত্র খুব যত্ন নিয়ে ব্যাখ্যা করছিলেন। আমার অডিশন শেষে নিজেই আমাকে লিফট পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। সেই ছোট্ট আচরণটা আমার মনে থেকে গেছে।”
তবে শুটিং সেটে আরিয়ানের আরেকটি রূপ দেখেছেন সাহের। তিনি জানান, “আরিয়ান খুবই খুঁতখুঁতে। তিনি এক দৃশ্য নিখুঁত করতে দশ কিংবা বিশবারও টেক দিতে পারেন। কিন্তু পুরো সময়টায় ভীষণ ভদ্র ও সম্মানজনক আচরণ বজায় রাখেন। যেন শাহরুখ খানেরই প্রতিচ্ছবি।”
সাহেরের ভাষায়, কাজের চাপের মাঝেও আরিয়ান কখনো পরিবেশকে ভারী হতে দেন না। “তার মজার এক দিক আছে। মাঝেমধ্যে মজার ছলে এমন কিছু বলেন, যা পুরো টিমকে হাসিয়ে তোলে। সবাইকে স্বস্তিতে রাখেন,” বলেন অভিনেত্রী।
‘দ্য ব্যাডস অব বলিউড’ এখন বিশ্বজুড়ে আলোচিত। এই সাফল্যের পেছনে নতুন পরিচালক আরিয়ান খানের নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গি যে বড় ভূমিকা রেখেছে, তা বলিউডে এখন খোলাখুলিই স্বীকৃত। তরুণ বয়সেই তিনি প্রমাণ করেছেন, তার ভেতর জন্ম নিচ্ছে এক আত্মবিশ্বাসী গল্পকার।
আইকে/টিকে