দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী ঋতী শেঠি এবার পা রাখছেন বলিউডে। তেলেগু সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য পরিচিত এই অভিনেত্রী এবার প্রথমবারের মতো কাজ করতে যাচ্ছেন হিন্দি ছবিতে। তার বিপরীতে থাকছেন বলিউডের অভিজ্ঞ তারকা গোবিন্দর ছেলে ইয়শবর্ধন আহুজা। দুই নবাগত তারকার এই জুটি নিয়ে ইতিমধ্যেই বলিউড মহলে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা।
জী স্টুডিওসের প্রযোজনায় নির্মিত হতে যাওয়া এই নামহীন ছবিটি দক্ষিণ ভারতের এক জনপ্রিয় সিনেমার রিমেক বলে জানা গেছে। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তরুণ অভিনেত্রী নিতাংশী গোয়েলকে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা আসেনি, তবে শোনা যাচ্ছে ছবিটি পরিচালনা করতে পারেন সাজিদ খান। চূড়ান্ত ঘোষণা আসার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।
ঋতী শেঠি ইতিমধ্যেই দক্ষিণ ভারতীয় দর্শকের কাছে এক প্রতিষ্ঠিত নাম। তার সহজাত অভিনয় আর প্রাণবন্ত উপস্থিতি তাকে এনে দিয়েছে অসংখ্য ভক্ত। এবার তিনি যোগ দিচ্ছেন সেই ধারায়, যেখানে রাশমিকা মান্দানা ও শ্রীলীলার মতো তারকারাও দক্ষিণ থেকে বলিউডে নিজেদের অবস্থান তৈরি করেছেন।
২০২৫ সালের অন্যতম আলোচিত লঞ্চ হিসেবে দেখা হচ্ছে এই ছবিকে। নতুন প্রজন্মের দুই মুখ ঋতী ও ইয়শবর্ধনের রসায়ন বলিউডে এনে দিতে পারে এক নতুন প্রজন্মের প্রেমকাহিনি, যেখানে ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন ঘটবে পর্দায়।
আইকে/টিকে