এখনো আলোচনার শীর্ষে বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দান্নার বাগদানের খবর। এরমধ্যেই খবর এলো, সড়ক দুর্ঘটনায় পড়েছেন বিজয়।
গাড়ি দুর্ঘটনায় পড়ার খবরটি ভক্তদের নিজেই জানিয়েছেন তেলুগু তারকা বিজয়। ইনস্টাগ্রাম স্টোরিতে ভক্তদের আশ্বস্ত করে তিনি লিখেছেন, ‘সব ঠিক আছে! গাড়িটা আঘাত পেয়েছে, কিন্তু আমরা সবাই ভালো আছি। এমনকি একটু জিম করে বাড়িও ফিরে এসেছি। মাথা ব্যথা করছে, তবে একটা বিরিয়ানি আর ঘুমই সব ঠিক করে দেবে। তাই দুশ্চিন্তা কোরো না, সবাইকে ভালোবাসা ও আলিঙ্গন।’
তার এই বার্তার পর ভক্তদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এর আগে সোমবার সকালে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে অনেকে অভিনেতার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
দুর্ঘটনাটি ঘটে তেলেঙ্গানার জোগুলাম্বা গদওয়াল জেলায় হায়দরাবাদ-বেঙ্গালুরু মহাসড়কে। বিজয় তখন অন্ধ্র প্রদেশের পুত্তাপর্থি থেকে হায়দরাবাদে ফিরছিলেন। তার লেক্সাস এলএম৩৫০এইচ গাড়িটিকে পেছন থেকে একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, বিজয়ের চালক থানায় অভিযোগ করেছেন এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার পর বিজয় এক বন্ধুর গাড়িতে করে নিরাপদে হায়দরাবাদে পৌঁছান।
পিএ/টিকে