বলিউডের সুইট কাপল রণবীর সিং ও দীপিকা কন্যার নাম দুয়া রেখে আলোচনায় এসেছিলেন। তবে মুসলিম ঘরানার নামের কারণে অনেকে নাখোশ হয়েছিলেন এই দম্পতির ওপর। এবার দুজনে ধরা দিলেন ভিন্ন লুকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সম্প্রতি এক ভিডিওতে দেখা গেছে, হিজাব পরেছেন দীপিকা। অন্যদিকে রণবীরের মুখে লম্বা দাড়ি। দুজনে ঘুরে ঘুরে আবুধাবি শহর দেখাচ্ছেন দর্শককে। যা দেখে কৌতূহলী হয়ে পড়েছেন নেটিজেনরা।
মূলত এটি একটি বিজ্ঞাপন। আবুধাবির পর্যটন বিভাগের জন্য একটি বিজ্ঞাপন করেছেন তারা। মেয়ে হওয়ার পর এই প্রথম একসঙ্গে কাজ করলেন দুজনে। দুবাইয়ের সংস্কৃতি ও ঐতিহ্যের কথা মাথায় রেখে পোশাকের ক্ষেত্রে হিজাব বেছে নেন দীপিকা।
অভিনেত্রীর নতুন এই রূপ দেখে কেউ কেউ লিখেছেন, মাশাআল্লাহ, অপূর্ব লাগছে। কারও মতে, হিজাবে যেন আরও সুন্দর লাগছে দীপিকাকে। এদিকে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না দীপিকা-রণবীরের। একের পর এক ছবি থেকে বাদ পড়ছেন। গত দুই বছরে তেমন কোনো ছবি নেই রণবীর সিংহের হাতেও।
এসএস/টিকে