ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার সরাসরি হস্তক্ষেপের জন্যই প্রশ্নবিদ্ধ হয়েছে বিসিবি নির্বাচন। এমন মন্তব্য করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। নির্বাচনের কলকাঠি যারা নেড়েছেন, তাদের বিরুদ্ধে অবৈধ আর্থিক লেনদেনের আভিযোগও তোলেন তিনি। শুধু তাই নয় ক্রীড়া উপদেষ্ট কাউন্সিলরদের হুমকি দিয়ে ভোট প্রদানে প্রভাবিত করেছেন বলেও মন্তব্য করেন আমিনুল হক।
নানা নাটকীয়তার পর অনুষ্ঠিত হলো বিসিবি নির্বাচন। এক পক্ষ ভোট বর্জন করায় সীমিত ছিল ভোটার উপস্থিতি। সরাসরি ১৫৬ জন ভোট দেয়ার কথা থাকলেও মূলত ভোট কাস্ট হয়েছে ১১৫।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। আর সহ-সভাপতি হয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন।
এদিকে বিসিবি সভাপতি নির্বাচিত হওয়ার পর সোমবার (৬ অক্টোবর) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেন বুলবুল। সেখানে প্রথমেই বুলবুল বলেন, বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের প্রেমে পড়ে গেছেন তিনি।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বুলবুল বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের প্রেমে পড়ে গেছি। অল্প সময়ের জন্য এসে যখন ছোট ছোট কাজ করতে শুরু করলাম, সাফল্যগুলো দেখতে পেলাম, সেই সাফল্য দেখার লোভ ছাড়তে পারিনি। দেশকে সেবা দেওয়ার লোভে আমি থেকে গিয়েছি।’
আইকে/টিকে